অর্থের বিনিময়ে বনের জমি দখল করে রাস্তা নির্মাণ « বাংলাখবর প্রতিদিন

অর্থের বিনিময়ে বনের জমি দখল করে রাস্তা নির্মাণ

মোঃ সবুজ আল-আমিন, স্টাফ রিপোর্টার গাজীপুর
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৪১
মোঃ সবুজ আল-আমিন, স্টাফ রিপোর্টার গাজীপুর
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৪১
Link Copied!
বনের জমি দখল করে রাস্তা বানানোর অভিযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভাওয়াল গড়ের বনাঞ্চলের সংরক্ষিত বনভূমির জমি দখল করে গাজীপুরের কাশিমপুরে গ্যাস কারখানার রাস্তা নির্মাণ করা হয়েছে।ঢাকা বন বিভাগের আওতাধীন কালিয়াকৈর রেঞ্জের কাশিমপুর বন বিটের বড় ভবানীপুর এলাকায় এ অপরাধ সংঘটিত হলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সরেজমিনে দেখা যায়,বিট কর্মকর্তার অফিসের নিকটবর্তী এলাকায় জিরানী বাজার রোডে ৮০০গজ সামনে উত্তর পাশে গজারি বনের ভেতর দিয়ে একটি হাঁটাচলার রাস্তা। অল্প এগুতেই চোখে পড়ল স্টিল মিল সংলগ্ন নতুন আরেকটি রাস্তা। বনের মধ্য দিয়ে তৈরি ১০ ফুট প্রস্থের ও অন্তত ২০০ ফুট দৈর্ঘ্যের রাস্তাটিতে বালু ফেলা হয়েছে।

বন দিয়ে মালবাহী গাড়ি চলাচলের রাস্তা ও
রাস্তার অপর প্রান্তে বালু ফেলে আনুমানিক পাঁচ বিঘা কৃষি জমি ভরাট করা হয়েছে। সেখানে তরল গ্যাস প্রক্রিয়াজাত কারখানা এ্যাসেন্স ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লিমিটেডের ইউনিট-২ স্থাপনের জন্য ফ্যাক্টরির সেট নির্মাণের কাজ চলছে।এমনকি বনের ওপর দিয়ে নেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ।

বিজ্ঞাপন

কারখানাটির পূর্ব পাশ ঘেঁষে সংরক্ষিত গজারি বন ও পশ্চিম পাশ ঘেঁষে আকাশমনি বাগান। উভয় পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে। তবে কোথাও বন বিভাগের সিমানা নির্ধারণের খুঁটি পাওয়া যায়নি।

বনের জমিতে রাস্তা নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে রাস্তাটি বন্ধ করে গাছের চারা রোপন ও পিলারের খুটি স্হাপন করে রাস্তা বন্ধ করে দেওয়া হলেও রাতের আঁধারে গাছের চারা গুলো বিনষ্ট করে জবরদখলে চলে গেছে জমিগুলো। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন ব্যক্তি জানান,বন বিভাগ থেকে রাস্তা বন্ধ করে গাছের চারা রোপন করা হলেও কিছুদিন যেতে না যেতেই গাছের চারা গুলো সব মেরে ফেলা হয় এবং মাঝে মধ্যেই দেখা যায়, রাতের আঁধারে রাস্তা বন্ধ করা পিলারের খুঁটি গুলো সরিয়ে গ্যাস ফ্যাক্টরির ভিতরে গাড়ি চলাচল করে।এগুলো সব লোক দেখানো নাটক কাজ শেষ হলেই পিলারের খুঁটি গুলো যথাস্থানে পুঁতে রাখা হয়।এসব স্থানীয় বিট অফিস সবই জানে।

বিজ্ঞাপন

কারখানার ম্যানেজার পরিচয়ে রেদোয়ান আহমেদ বলেন,মালিকের নাম তার জানা নেই। স্থানীয় আনোয়ার হোসেন মৃধা সব দেখাশোনা করছেন।

জানতে চাইলে আনোয়ার হোসেন মৃধা বলেন, কারখানার মালিক আব্দুল কাদের ও শাহীন। ডিমারকেশনসহ সব করা আছে।রাস্তা প্রসঙ্গে তিনি বলেন,জোতের পাশে দিয়ে বনের জমি দিয়েই রাস্তা নির্মাণ করা হয়েছে আর বনের জমি দিয়ে তো অনেক ফ্যাক্টুরির রাস্তা রয়েছে।

স্থানীয়রা জানান,ওই কারখানার কাজ কয়েক মাস ধরে চলছে। বিট অফিসের সাথে মোটা অঙ্কের টাকায় রফাদফা হয়েছে বলে প্রচার রয়েছে।

সাবেক রেঞ্জ কর্মকর্তা বনভূমি উচ্ছেদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র পাঠানোর সূত্রে জানা যায়,কাশিমপুর বিটের বড় ভবানীপুর মৌজার সিএস ২২১ও আরএস ৬৫ দাগে বনভূমি, উক্ত বনভূমির পাশে ব্যক্তিমালিকানাধীন সিএস ৫৮ ও আরএস ৮৮ জোত ভূমির মালিক এ্যাসেন্স ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লিমিটেড সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে উক্ত বাউন্ডারির ভিতরে ২শতাংশ বনভূমি দখল করে প্রাচীর নির্মাণ করেন।এছাড়াও উক্ত প্রতিষ্ঠান বনভূমির উপর দিয়ে মাটিকেটে/বালি ভরাট করে আরএস ৬৫ দাগের বনভূমির ১০শতাংশ জমি জবরদখল সহ মোট ১২ শতাংশ বনভূমির জমি জবরদখল করে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩৬ লক্ষ টাকা।এ বিষয়ে সাবেক কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন এর সাক্ষরিত একটি পত্রের মাধ্যমে উক্ত দখলকৃত বনভূমির জমি উচ্ছেদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ১২ জানুয়ারি ২০২৩ খ্রিঃ ২২.০১.০০০০.৬১৪.০৮.০০১.২৩.২৬ নং পত্রের মাধ্যমে কতৃপক্ষের কাছে একটি চিঠি পাঠান।কিন্তু চিঠি পাঠানো হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্ছেদের বিষয়ে কোন ব্যবস্হা গ্রহণ করছেন না।আর একারণে জনমতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এব্যাপারে কাশিমপুর বিট কর্মকর্তা সোলাইমান হোসেন বলেন,বিট কর্মকর্তা এমদাদুল হকের সময়ে মালিক ডিমারকেশন করেছেন। ডিমারকেশনে হাঁটাচলার জন্য ওই রাস্তা দেখানো হয়েছে। আর এখন নির্মাণ কাজের জন্য অনাপত্তিপত্র লাগবে না।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বন কর্মকর্তা বলেন,বন ঘেঁষে কারখানা স্থাপন করতে হলে বন বিভাগের অনাপত্তিপত্র লাগবে। নিজস্ব বা রেকর্ডের রাস্তা না থাকলে অনাপত্তিপত্র দেওয়ার সুযোগ নেই। হাঁটাচলার রাস্তা আর কারখানার ভারী যানবাহন ও মালামাল পরিবহনের রাস্তা এক কথা নয়।

তিনি আরো বলেন,কারখানাটিকে রাস্তার সুযোগ দেওয়ায় বন ও প্রাকৃতিক পরিবেশের বড় ক্ষতিসাধন হয়েছে।ভবিষ্যতে ক্ষতি আরো বাড়বে।তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
অবহেলিত উর্মী অধিকার বঞ্চিত ষড়যন্ত্রের শিকার আইন বলছে: পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হলে ধর্ষণ নয়: এলাহাবাদ হাইকোর্ট পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা বর্তমান প্রেক্ষাপটে সুস্থ নির্বাচনের ক্ষেত্রে করণীয় শীর্ষক আলোচনা সভা নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনপূর্ব বাহাউদ্দীন নাসিমের পথসভা রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে সেফটি ট্যাংকে নেমে নিহত-২, আহত-১ কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার শেষ দিন দাউদকান্দিতে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার শেষ দিন আজ শিক্ষার নামে কিন্ডারগার্টেন জটিলতার শেষ কোথায় ? সম্পন্ন হলো বাংলাদেশ-হাঙ্গেরির মধ্যে তিন চুক্তি নড়াইল ২ আসনের নির্বাচনী বৈষম্যতা ঘনীভূত রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা রায়পু‌রে ০৩ দিন ব্যা‌পী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনু‌ষ্ঠিত খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত করছে সরকার : মির্জা ফখরুল