
অসহায় শারীরিক প্রতিবন্ধীর মাঝে সেলাই মেশিন বিতরণ



টাঙ্গাইলের সখিপুর উপজেলায় বোয়ালী ডিগ্রী কলেজে ১১-১০-২০২৩ ইং তারিখ সকাল ১১ ঘটিকায় অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম এর মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতা শারীরিক প্রতিবন্ধী বোয়ালী ডিগ্রী কলেজের বি এস এস প্রথম বর্ষের ছাত্রী মাহমুদা আক্তারকে সেলাই মেশিন এর মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। মাহমুদা কিশোরগঞ্জ জেলার মুগদিয়া গ্রামের মৃত জালাল উদ্দিন এর মেয়ে।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালী ডিগ্রী কলেজের প্রভাষক এস এম শফিকুল ইসলাম, প্রভাষক তোফাজ্জল হোসেন রানা, প্রভাষক মোঃ আশরাফুল আলম, প্রভাষক মোঃ ফেরদৌস ভূইয়া, প্রভাষক শামীমা পারভীন, শারীরিক শিক্ষক মোঃ আব্দুল আলীম মিয়া, রসায়ন ল্যাব সহায়ক ও সখিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য (আহবায়ক কমিটি) মোর্শেদ খান সহ প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে মাহমুদা ও তার পরিবারের সবাই অনেক আনন্দিত।
ভবিষ্যতে এরকম কার্যক্রম ধারাবাহিক ভাবে চলতে থাকবে এরকম আশ্বাস দেন অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম।
