
আইসিসির লস ভারতের বিদায়ে পাকিস্তানের লাভ



আগামীকাল (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের শিরোপার জন্য লড়াইয়ে নামবে পাকিস্তান-ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রায় লাখ খানেক দর্শক চাইলেই শিরোপা যুদ্ধ উপভোগ করতে পারবেন। কিন্তু ভারতের বিদায়ে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে দর্শকের ঢল নামার সম্ভাবনা কমে গেছে অনেকটাই।
সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল জস বাটলারের ইংল্যান্ড। অ্যাডিলেইডের সেমিফাইনালে রোহিত শর্মাদের ১০ উইকেটে হারিয়েছে ইংলিশরা। মেলবোর্নে পাকিস্তান-ভারত ফাইনাল না হওয়ায় বেশ বড় লসে পড়তে যাচ্ছে আইসিসি।
ইতোমধ্যে দর্শক টানার লক্ষ্যে ফাইনালে টিকিটের দাম কমিয়ে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ভারত-পাকিস্তান ফাইনাল লক্ষ্যে যে টিকিট ৭৫ মার্কিন ডলারে বিক্রি হচ্ছিল, সেটির দাম কমে গেছে। ইতোমধ্যে টিকিটের দাম কমিয়ে ৪০ মার্কিন ডলারে নিয়ে এসেছে আয়োজক কর্তৃপক্ষ।
এদিকে টিকিটের দাম কমে যাওয়ায় পোয়াবারো হয়েছে পাকিস্তানি সমর্থকদের। প্রিয় দলের খেলা দেখতে এখন অল্প দামে টিকিট কিনে নিচ্ছে বাবর আজমদের ভক্তরা।
