আরও একদিন বিশ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কা

Link Copied!

পাঁচ দিন তীব্র গরমের মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলে শুক্রবার (২০ মে) সকালে ঢাকায় ফেরেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সূচি অনুযায়ী শনিবার (২১ মে) অনুশীলন করার কথা ছিল দুই দলের ক্রিকেটারদের। তবে এদিনও বিশ্রামেই কাটানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৩ মে (সোমবার) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ খেলে ২৮ মে দেশের ফেরার কথা রয়েছে দিমুথ করুণারত্নেদের। এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৯৫ রান করে শ্রীলঙ্কা। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৪৬৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ২৬০ রান জমা করলে ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।
