
আর্জেন্টিনা ঘুরে দাঁড়াতে জানে বললেন জাহিদ হাসান



জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান নাটক অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
এই মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। কাতার বিশ্বকাপ মাঠে গড়িয়েছে গোটা বিশ্বজুড়ে। শুধু কাতার নয়, জাতিসংঘের সদস্য ভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা।
পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা।
অনেক আগে থেকেই অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নানা উন্মাদনা বেশি থাকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে। জনপ্রিয় এই অভিনেতাও এই ফুট বিশ্বকাপ খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন। তার পছন্দের দল আর্জেন্টিনা।
তবে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খেলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সঙ্গে জয় পেয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে দিয়ে আবারও ছন্দে ফিরেছে দলটি।
আর তাই জাহিদ হাসান প্রকাশ করেছেন প্রিয় দলের জয়ের উচ্ছ্বাস। এ প্রসঙ্গে তিনি বলেন, হোঁচট খাওয়ার পরও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তার উদাহরণ যুগ যুগ ধরে দিয়ে এসেছে আর্জেন্টিনা ফুটবল দল। তাই এই দলের প্রতি কখনও বিশ্বাস হারাইনি।
তিনি আরও বলেন, দিয়েগো ম্যারাডোনা যেভাবে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আমাদের আনন্দে আত্মহারা হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেটাই এবার মেসি করে দেখাবেন বলেই আমার বিশ্বাস।
প্রসঙ্গত, দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক এবং সিনেমা। নিপুণ অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন অগনিত ভক্তের মনে।
