ইকিগাই: জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য!


জাপানিদের মতে, যে কাজটা করতে আপনি ভালবাসেন এবং যে কাজটা আপনি ভালোভাবে করতে পারেন সেটাই আপনার করা উচিৎ। তাদের দাবি, এমন কাজ করলে আপনি ভাল থাকবেন, দীর্ঘদিন বেঁচে থাকবেন। তাদের কাছে ভাল থাকার মানেই হচ্ছে- ব্যস্ত থাকা। জাপানিরা এটিকে বলে ‘ইকিগাই’। ইকিগাই মানে হচ্ছে-বেঁচে থাকার অর্থ। অর্থাৎ যে জিনিসগুলো আপনাকে আরও বেশি বছর বাঁচার জন্য অনুপ্রেরণা দেয়, সেটাই হচ্ছে ইকিগাই। সুতরাং ইকিগাই অর্থ হচ্ছে- ভাল থাকা, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার মানুষজন পৃথিবীর যেকোনও অঞ্চলের মানুষের চেয়ে এমনকি জাপানেরও অন্যান্য অঞ্চলের মানুষের চেয়ে বেশি বছর বাঁচে। তাদের গড় আয়ু বেশি। একবার দুইজন লোক ওই দ্বীপে শতবর্ষী মানুষদের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। ইকিগাই নিয়ে তাদের কাছ থেকে তথ্য জানতে গিয়েছিলেন। তদের ভাল থাকার রহস্য নিয়ে সেই সাক্ষাৎকারে মোটামুটি যেসব বিষয় ফুটে উঠেছিল, সেগুলো সংক্ষেপে তুলে ধরলে ১০টি নিয়মে ভাগ করা যায়। সেগুলো বিস্তারিত আলোচনা করা হলো।
