ইমরান খানের নতুন পাকিস্তান নিয়ে ক্ষুব্ধ রেহম খানের প্রশ্ন « বাংলাখবর প্রতিদিন

ইমরান খানের নতুন পাকিস্তান নিয়ে ক্ষুব্ধ রেহম খানের প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২২ | ৮:৫৪ 65 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২২ | ৮:৫৪ 65 ভিউ
Link Copied!

অ্যাকটিভিস্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহম খান দেশটির আইন-শৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার রাতে তার গাড়িতে অস্ত্রধারী গুলি করার পর একাধিক টুইট বার্তায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

প্রথম টুইটে রেহম খান জানান, রোববার রাতে মোটরসাইকেলে দুই অস্ত্রধারী তার গাড়ি আটকে গুলি করে। কিন্তু তিনি গাড়িতে ছিলেন না, গাড়িতে ছিলেন তার গাড়িচালক ও সচিব।

ব্যঙ্গ একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে রেহম খান টুইটারে লেখেন, ইমরান খানের নতুন পাকিস্তান এটা? কাপুরুষ, গুণ্ডা এবং লোভীদের রাজ্যে স্বাগত!

বিজ্ঞাপন

রেহম খান পাকিস্তান সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। ইমরান খান সরকারের বেশ কয়েকটি বিষয় নিয়ে তিনি সমালোচনামুখর ছিলেন।

দ্বিতীয় টুইট বার্তায় রেহম খান রাতের ঘটনার জন্য সরকারের জবাবদিহি করা উচিত বলে মন্তব্য করেন। তিনি লেখেন, আমি অন্য পাকিস্তানিদের মতো বাঁচতে ও মরতে চাই। দুই শহরের মহাসড়কে এটা কাপুরুষোচিত হামলা হোক, অথবা অরাজকতার কারণে হোক; এর জন্য সরকারের জবাবদিহি করা উচিত।

ইমরান খানের সাবেক এই স্ত্রী আরও লেখেন, তিনি মৃত্যু বা আঘাতের ভয় পান না। কিন্তু যারা তার জন্য কাজ করে, তাদের নিয়ে নিয়ে তিনি উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

রেহম খানের কর্মীরা কেমন আছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ভালো আছে, কিন্তু ক্রুদ্ধ এবং ভয়ার্ত।

টেলিভিশন উপস্থাপক রেহমের সঙ্গে ইমরান খানের সম্পর্ক বেশিদিন টেকেনি
টেলিভিশন উপস্থাপক রেহমের সঙ্গে ইমরান খানের সম্পর্ক বেশিদিন টেকেনি

এরপর আরেক টুইট বার্তায় রেহম খান জানান, পুলিশের কাছে গুলির ঘটনায় তিনি অভিযোগ দায়ের করেছেন এবং এজাহারের কপি পাওয়ার অপেক্ষা করছেন।

রেহম খান লেখেন, প্রক্রিয়া কতটা স্লো সেটা ভাবুন।আমরা সারাটি রাত জেগে আছি আর পুলিশ ভয়ার্ত ভুক্তভোগীদের প্রশ্ন করছে।

টেলিভিশন উপস্থাপক রেহমের সঙ্গে ইমরান খানের সম্পর্ক বেশিদিন টেকেনি।

জানা যায়, প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রেহমের। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের নায়ক তথা অধিনায়ক ইমরান খানের প্রেমে পড়েছিলেন রেহম। ২০১৫ সালের জানুয়ারি মাসে চার-হাত এক হয় তাদের। ইসলামাবাদে ঘরোয়া অনুষ্ঠানেই বিবাহবন্ধনে আবদ্ধ হন দু’জন। তবে সম্পর্ক বেশিদিন টেকেনি। মাত্র দশ মাসেই বিচ্ছেদ হয় তাদের।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের আলোচনা সভা! রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার! নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫ জননেত্রী শেখ হাসিনা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ! রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি! নাটোরে যুবলীগের সভাপতি পদপ্রার্থী জহির শিকদার! নাটোরে গর্ভকালীন সেবা কার্ড আনতে গিয়ে প্রতারণার শিকার শতাধিক নারী! মহাসচিব এর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন জাতীয় সাংবাদিক সংস্থার রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ! রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ! গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! রাবিতে ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন! সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত! রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার! ১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব) রাবিতে প্রক্টরিয়াল টিমের অভিযানে ২৭ বহিরাগত আটক!