
সরকারের অধীনে তফসিল ঘোষণা প্রত্যাখান-একদফা দাবিতে অনড়
ইলিয়াস হল ছাত্রদল কর্তৃক ঢাকা কলেজের উভয় ফটকে তালা



সারাদেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির ৫ম ধাপ চলমান। আর এই আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিশেষ করে গত ২৮ অক্টোব বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদ ও বেগম জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, বিএনপির এক দফা দাবি আদায়, চলতি সরকারের অধীনে তফসিল ঘোষণা পত্যাখান করে অবরোধের ৫ম ধাপের ২য় দিনে ঢাকা কলেজের উভয় ফটকে তালা দিয়েছে আখতারুজ্জামান ইলিয়াস হল ছাত্রদলের ব্যানারে ঢাকা কলেজ ছাত্রদল।
আজ বৃহস্পতিবার, (১৬ নভেম্বর) সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে ইলিয়াস হল ছাত্রদলের নেতাকর্মীদের দেখা যায়। ফটকে তালা ঝুলিয়ে দেয়ার বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি আদায়ের আন্দোলন চলবেই।’
‘সেই সাথে এই অবৈধ সরকারের অধীনে চাটুকার ইসির ঘোষিত তফসিল আমরা প্রত্যাখান করছি। সারাদেশব্যাপী অবরোধ কর্মসূচির ৫ম দফার ২য় দিনে, আমরা আখতারুজ্জামান ইলিয়াস হলের ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা কলেজের উভয় ফটকে তালা দিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করছি।’
তারা আরও বলেন,’এই সরকার একটি ফ্যাসিস্ট ও স্বৈরাচার। দেশের অধিকাংশ আমলারাও তার গোলাম হয়ে গেছে। চাটুকার সিইসি তাদের মধ্যে অন্যতম। যেখানে আমরা এই অবৈধ সরকার ও সিইসিকেই মানিনা। সেখানে এমন অবৈধভাবে তফসিল ঘোষণাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করাটাই তাদের প্রাপ্য। আমরা বিশ্বাস করি, দেশের সৎ, দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী সবাই এই অবৈধ তফসিল প্রত্যাখান করেছে।’
এসময় ইলিয়াস হল ছাত্রদল নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্রতিবাদী পোস্টার দেখা যায়। সেখানে লেখা ছিলো- “রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত”
অন্য আরেকটি ব্যানারে লেখা ছিলো-“অনিয়মের দেওয়াল ভেঙ্গে স্বদেশটাকে গড়তে হবে”
উল্লেখ্য, এর আগেও কয়েকবার ঢাকা কলেজের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিলো ছাত্রদলের নেতাকর্মীরা। ফটকে তালা দিয়ে ছাত্রদল সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
