
‘ইসরাইলের দাবি মিথ্যা, শিরিনকে হত্যার সময় পরিস্থিতি ছিল শান্ত’



কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা দাবি করেছে, দখলদার ইসরাইলি বাহিনী আল-জাজিরার জনপ্রিয় সাংবাদিক শিরিন আবু আকলেহ-কে ঠান্ডা মাথায় হত্যা করেছে। তাকে গুলি করার সময় সেখানের পরিস্থিতি ছিলো একেবারেই শান্ত। এর আগে ইসরাইলি বাহিনী দাবি করে, গোলাগুলি আর হট্টগোলের মধ্যে পরেই নিহত হয়েছেন শিরিন। এমনকি ফিলিস্তিনিদের গুলিতেও তার মৃত্যু হতে পারে বলে প্রথমে দাবি করেছিল অবৈধ রাষ্ট্রটি। কিন্তু তাকে হত্যার আগ মুহূর্তের এক ভিডিও চিত্রে দেখা গেছে, সে সময় আশেপাশের অবস্থা ছিল একদমই স্বাভাবিক। কোনো গোলাগুলি বা হট্টগোল ছিলো না। অর্থাৎ, ইসরাইল যে দাবি করছে বাস্তবে পরিস্থিতি ছিল পুরো উল্টো।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১১ই মে পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর একটি অভিযানের সংবাদ সংগ্রহ করছিলেন ৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন। এ সময় ইসরাইলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন বলে জানান ঘটনাস্থলে থাকা তার সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা। তবে ইসরাইল এই অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে, গোলাগুলির মধ্যে পড়েই নিহত হয়েছেন এই সাংবাদিক। যদিও জেনিনের এক বাসিন্দার ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে অন্য চিত্র। সেটি যাচাইয়ের পর আল-জাজিরা জানিয়েছে, কোনো ধরনের গোলাগুলির শব্দই ছিলনা সেখানে।
