
ইসলামপুরে নবাগত অফিসার ইনচার্জ এর যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠিত



জামালপুরের ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান এর বদলিজনিত বিদায় এবং নবাগত অফিসার ইনচার্জ শ্রী সুমন তালুকদারের যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার বিকেলে ইসলামপুর অফিসার্স ক্লাব এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল হক এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এসএম জামাল আব্দুন নাসের বাবুল।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদাত হোসেন স্বাধীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান টিটু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, রোজিনা আক্তার চায়না,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান,আনসার ও ভিডিপি কর্মকর্তা লাইলী বেগম,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফিরোজ খান লোহানী,ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম বাদশা, মোঃ আনিসুর রহমান, মোঃ আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার রোমান হাসান, শাহ আলম মন্ডল, মোঃ শহিদুল্লাহ,কাউন্সিলর মোঃ মোহন মিয়াসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন,পুলিশ জনগণের সেবক ও বন্ধু। পুলিশ যেন কখনোই জনগণের জন্য ভীতিকর পরিবেশ তৈরি না করেন। উপজেলার চুরি,ডাকাতি,মাদক,শিশু ও নারী নির্যাতন, জুয়া,কিশোরগ্যাং,ইভটিজিং,বাল্যবিবাহ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও যানজট নিরসনে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করবেন।
