উদ্বোধনী ও ফাইনালসহ ৫ ম্যাচের ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম « বাংলাখবর প্রতিদিন

উদ্বোধনী ও ফাইনালসহ ৫ ম্যাচের ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৩ | ৪:২১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৩ | ৪:২১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠছে বিশ্ব ক্রিকেটের বড় আসর আইসিসি ওডিআই বিশ্বকাপের। এবারের আসরে ১০ টি দল অংশগ্রহণ করবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আসরের ১৩ তম সংস্করণের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে গেলবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

ভারতের ১০টি স্টেডিয়ামে এ আসরের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। দক্ষিণে চেন্নাই থেকে উত্তরে ধর্মশালা, পূর্বে কলকাতা, পশ্চিমে আহমেদাবাদ পর্যন্ত বিস্তৃত রয়েছে স্টেডিয়ামগুলো।

কেমন আচরণ করবে বিশ্বকাপের মাঠের পিচগুলো। ব্যাটার নাকি বোলার? কারা সুবিধা নেবে পিচ থেকে? আজ থাকছে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

বিজ্ঞাপন

ভারতের গুজরাটের আহমেদাবাদে স্টেডিয়ামটি অবস্থিত। ১৯৮৩ সালে স্টেডিয়ামটি নির্মিত হয়। বিশ্বের অন্যতম বৃহৎ এই স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে এটির বর্তমান নামকরণ করার আগে, এটি পূর্বে মোতেরা স্টেডিয়াম বা ভারতের অন্যতম বিখ্যাত স্বাধীনতা নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের নামানুসারে ডাকা হত। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম স্টেডিয়ামগুলোর একটি।

এ মাঠে উদ্বোধন ও ফাইনালসহ ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান, ৪ নভেম্বর ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান এবং ১৯ নভেম্বর ফাইনাল এ মাঠে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

২০২২ সালে এ মাঠেই গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। যেখানে লাখেরও বেশি দর্শক উপস্থিতি ছিল, একটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে যা সবচেয়ে বেশি।

২০২০ সালে এ স্টেডিয়ামটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ‘নমস্তে ট্রাম্প’ ইভেন্টসহ বেশ কয়েকটি রাজনৈতিক ইভেন্ট এবং সমাবেশের আয়োজন করেছে। ১৯৮৩ সালের ১২ নভেম্বর এই মাঠে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়।

পিচের আচরণ:

এটি স্লো উইকেট। বোলার বান্ধব পিচ। এ পিচে পেসাররা গতির পাশাপাশি অতিরিক্ত বাউন্স পাবে। পেসার ও স্পিনার উভয়ই এ পিচে সুবিধা আদায় করে নিতে পারবে। তবে পিচে টিকে থাকতে পারলে ব্যাটাররা ভালো সহায়তা পাবে।

এ মাঠে ২৮টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ব্যাটিং করা দল ১৬টি, পরে বোলিং করা দল ১২টি ম্যাচ জয় পেয়েছে। এই মাঠের সর্বোচ্চ স্কোর ৩৬৫/২, ভারতের বিপক্ষে করেছে দক্ষিণ আফ্রিকা। এই মাঠের সর্বনিম্ন স্কোর জিম্বাবুয়ের (৮৫/১০), বিপক্ষ দল ছিল ওয়েস্ট ইন্ডিজ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ভালুকায় নৌকার মনোনীত প্রার্থী এমপি ধনুকে গণ সংবর্ধনা সিরাজগঞ্জ-৫ আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিলেন জেলা আ’লীগ সভাপতি আউয়াল নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করা উচিত দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নাটোর-৪ আসনে নৌকার মাঝি হলেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী চার সংস্থার সঙ্গে পুলিশের মতের অমিল অনেকটা প্রকাশ্যে