উলিপুরে নদী ভাঙনের শিকার সহস্রাধিক বাস্তহারা পরিবার « বাংলাখবর প্রতিদিন

উলিপুরে নদী ভাঙনের শিকার সহস্রাধিক বাস্তহারা পরিবার

মোঃ রেজাউল হক স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ৬:২৬ 59 ভিউ
মোঃ রেজাউল হক স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ৬:২৬ 59 ভিউ
Link Copied!
উলিপুরে নদী ভাঙনের শিকার সহস্রাধিক বাস্তহারা পরিবার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনের শিকার হয়ে বসত ভিটা হারিয়ে বাস্তুহারা হয়ে পড়েছে অনেক পরিবার। রবিবার ৪ ডিসেম্বর সরেজমিনে ঘুরে দেখা গেছে, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর আগ্রাসনে গত ৫ মাসের ব্যবধানে বাস্তুহারা হয়েছে ওই এলাকার অন্তত ১ হাজার মানুষ। এছাড়াও, গত এক সপ্তাহের ব্যবধানে মোল্লারহাট (কড্ডার মোড়) আংশিক নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ভাঙ্গনের মুখে পড়ে শতাধীক বাড়ী-ঘর সরিয়ে নিয়েছেন তাদের কোন জায়গা জমি না থাকায় কোথায় থাকবে এচিন্তায় ঘুম হয় না। বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট সংলগ রসুলপুর, সরকার পাড়া ও ভূগোলের কুটি, গ্রামে বাস্ত হারা হয়ে অনেক পরিবার অন্যের বাড়িতে কেউ আবার বিভিন্ন চরে মানবতার জীবন যাপন করছেন। তাদের বসতভিটা, গাছপালা, আবাদি জমি, কবরস্থান ইতিমধ্যে বিলীন হয়ে গেছে । থাকার জায়গা নাই।

স্থানীয় মোকদম আলী (৭০) বলেন, নয় বছরে তিনবার, বাড়ি ভিটা বিলীন হয়ে গেছে। এখন কোথায় আশ্রয় নেব জায়গা নেই। অতি কষ্টে আছি। কান্নাজড়িত কণ্ঠে একই কথা বললেন, ঐ এলাকার পঞ্চাশোর্ধ্ব বয়সী হাসান আলি দর্জি ব্রহ্মপুত্র নদের ভাঙনে সর্বহারা হয়ে এখন ফকির হতে হয়েছে। পাশাপাশি আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছি। ভুক্তভোগী, এরশাদুল, আব্দুল খালেক, পাষাণ, সোনাউল্লা, রুবেল, মজিবর, আব্দুল মান্নান ফকির , দুলাল ফকির,সেকেন্দার, আব্দুল বারেক ফকির, রফিকুল ইসলাম, মহুবর, আজিজুল হক সহ অনেকে জানান আমরা পৈতৃক বসত ভিটা হারিয়ে নিরুপায় হয়ে আছি। সকলের বসত ভিটা নদীর বুকে দেখান।

বিজ্ঞাপন

তাছাড়া বলেন আমাদের থাকার জায়গা নেই। সরকারি বা বেসরকারি ভাবে কোন প্রকার সাহায্য সুবিধা এ পর্যন্ত পাইনি। ব্রহ্মপুত্রের ও ধরলার ভাঙনে বেগমগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, ৪ নম্বরওয়ার্ড ২নং ওয়ার্ড ৩ নং ওয়ার্ড ৬ নং ওয়ার্ড এবং ৫ নং ওয়ার্ড বেশির ভাগ অংশ মানোচিত্র থেকে হারিয়ে গেছে। গত পাঁচ মাসে অন্তত সহস্রাধিক পরিবার বাস্তুহারা হয়েছে। আবাদি জমি বিলীন হয়েছে অন্তত দুই হাজার একর।

বেগমগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান বাবলু মিয়া বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর, ইউনিয়নে ‘গত পাচ মাসে ব্রহ্মপুত্র ও ধরলার ভাঙনে প্রায় ১ হাজার পরিবার বাস্তুহারা হয়েছে। বর্তমানে তাদের কোন পূর্ণবাসনের ব্যবস্থা করা হয়নি। ভাঙ্গন রোদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ও ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের জন্য কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত বাস্তহারা পরিবারের তালিকায় ইতিপূর্বে জমা দেওয়া হয়েছে ।হাল নাগাদ তালিকা তৈরি করা হয়েছে চেয়ারম্যান কর্তৃক উপজেলা পর্যায়ে জমা দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
গ্রহণযোগ্য নির্বাচন কোন পথে? শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত! স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের আলোচনা সভা! রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার! নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫ জননেত্রী শেখ হাসিনা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ! রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি! নাটোরে যুবলীগের সভাপতি পদপ্রার্থী জহির শিকদার! নাটোরে গর্ভকালীন সেবা কার্ড আনতে গিয়ে প্রতারণার শিকার শতাধিক নারী! মহাসচিব এর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন জাতীয় সাংবাদিক সংস্থার রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ! রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ! গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! রাবিতে ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন! সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত! রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার! ১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব)