এইচএসসি প্রস্তুতি : সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে অর্থনীতি দ্বিতীয় পত্র « বাংলাখবর প্রতিদিন

এইচএসসি প্রস্তুতি : সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে অর্থনীতি দ্বিতীয় পত্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৫ 226 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৫ 226 ভিউ
Link Copied!

বহু নির্বাচনী প্রশ্ন

১।   Agriculture শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

     ক) ফরাসি    খ) ইংরেজি   গ) ল্যাটিন    ঘ) ফার্সি

বিজ্ঞাপন

২।   পেনিসিলিয়াম কী?

     ক) মাশরুম   খ) উদ্ভিদ    গ) ছত্রাক                   ঘ) ব্যাকটেরিয়া

৩।   বাংলাদেশে বাণিজ্যিকভাবে কতটি মাশরুম চাষ হয়?

বিজ্ঞাপন

     ক) ৪টি খ) ৫টি গ) ৬টি      ঘ) ৭টি

৪।   ঋষি মাশরুম কখন চাষ হয়?

     ক) গরমকালে  খ) শীতকালে  গ) বর্ষাকালে  ঘ) সারা বছর

৫।   কৃষিপণ্য বিপণনের সমস্যা কোনটি?

     ক) অনুন্নত পরিবহন ব্যবস্থা    খ) জলবায়ু পরিবর্তন   গ) সেচের অভাব          ঘ) স্বল্প উৎপাদন

৬।   সবচেয়ে বেশি মাশরুম চাষ হয় কোন দেশে?

     ক) ভারত         খ) চীন গ) আমেরিকা       ঘ) ইতালি

৭।   ওয়েস্টার মাশরুম কখন চাষ হয়?

     ক) সারা বছর খ) শীতকালে গ) গরমকালে

     ঘ) কোনোটি নয়

৮।   জলবায়ু পরিবর্তনে প্রয়োজন—

            i. কৃষিজমির সুষ্ঠু ব্যবস্থাপনা    ii. সার ব্যবহারে দক্ষতা বাড়ানো

            iii. মিথেন গ্যাস কমাতে ধান চাষ পদ্ধতির উন্নতি

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                     খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

৯।   একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনের সকল প্রতিষ্ঠান/ ফার্মকে একত্রে কী বলে?

     ক) কারখানা  খ) শিল্প     গ) ফ্যাক্টরি   ঘ) গার্মেন্টস

১০। বাংলাদেশ বিশ্বে কততম চা উৎপাদনকারী দেশ?

     ক) ৫ম খ) ৬ষ্ঠ     গ) ৭ম ঘ) ৮ম

১১। ‘শিল্পনীতি ২০১০’ ঘোষিত হয় কত সালে?

     ক) ২০১০ সালে

     খ) ২০১১ সালে          গ) ২০১২ সালে          ঘ) ২০১৩ সালে

১২। ‘আন্তর্জাতিক প্রাকৃতিক তন্তুবর্ষ’ উদযাপিত হয় কত সালে?

     ক) ২০০৮ সালে

     খ) ২০০৯ সালে          গ) ২০১০ সালে          ঘ) ২০১১ সালে

১৩। পাটশিল্পের সমস্যা সমাধানের জন্য প্রয়োজন—

            i. উন্নত বীজ সরবরাহ

            ii. উন্নত চাষাবাদ ব্যবস্থা iii. উন্নত গুদামজাতকরণ

     নিচের কোনটি সঠিক?

     ক) i      খ) i ও iii                      গ) i ও iii        ঘ) i, ii ও iii

১৪। কুটির শিল্পের কর্মী সংখ্যা কত?

     ক) ১০ খ) ২০ গ) ৩০ ঘ) ৪০

     করিম সাহেব ৫০ কোটি টাকা বিনিয়োগে একটি শিল্প-কারখানা তৈরি করেন। তাঁর কারখানায় নারী-পুরুষ মিলে ৪০০ জন কাজ করে। তিনি এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেন।

১৫। করিম সাহেবের শিল্পটি কোন শিল্পের অন্তর্ভুক্ত?

     ক) মাঝারি শিল্প

     খ) বৃহৎ শিল্প                 গ) ক্ষুদ্র শিল্প

     ঘ) কুটির শিল্প

১৬। শিল্পনীতি ২০১০-এর লক্ষ্য হলো—

            i. প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করা

            ii. জাতীয় আয়ে শিল্প খাতের অবদান বৃদ্ধি করা

            iii. পরিবেশবান্ধব শিল্পের বিকাশ

     নিচের কোনটি সঠিক?

     ক) i      খ) i ও iii                     গ) i ও iii                     ঘ) i, ii ও iii

১৭। সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?

     ক) ২০০৮ সালে

     খ) ২০১১ সালে          গ) ২০১৪ সালে          ঘ) ২০১৫ সালে

১৮। নিচের কোনটি জ্যামিতিক হার নির্দেশ করে?

     ক) ১, ২, ৩ …

     খ) ১, ২, ৪ …       গ) ১, ৩, ৫ …       ঘ) ২, ৪, ৬ …

১৯। ম্যালথাসের জনসংখ্যা অনুযায়ী কত বছর অন্তর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হয়?

     ক) ১০ বছর  খ) ১৫ বছর গ) ২০ বছর  ঘ) ২৫ বছর

     ‘খ’ দেশটি আয়তনে ছোট হলেও এটি একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানকার বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে।

২০। উক্ত দেশে সামাজিক ক্ষেত্রে কেমন প্রভাব পড়তে পারে?

            i. শিক্ষার ঘাটতি

            ii. চিকিৎসার ঘাটতি    iii. পুষ্টিহীনতার অভাব

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) i ও iii                      গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২১। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী জনসংখ্যা কিভাবে বাড়ে?

     ক) গাণিতিক হারে    খ) জ্যামিতিক হারে

     গ) ক্রমবৃদ্ধি হারে          ঘ) ক্রমহ্রাসমান হারে

২২। তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ কোনটি?

     ক) বাংলাদেশ

     খ) মিসর

     গ) পাকিস্তান

     ঘ) সৌদি আরব

২৩। কাম্য জনসংখ্যা তত্ত্বের ত্রুটিগুলো হলো—

            i. মৌলিক তত্ত্বের অভাব ii.  বাস্তব অবস্থা বিশ্লেষণে অসমর্থ

            iii. মাথাপিছু আয়ের সঠিক পরিমাপ অসম্ভব

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii          খ) i ও iii                     গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২৪। যে পণ্য দীর্ঘকাল ধরে বিদেশে রপ্তানি হয়ে থাকে সেগুলো কী পণ্য?

     ক) প্রচলিত পণ্য

     খ) প্রাচীন পণ্য

     গ) প্রাথমিক পণ্য

     ঘ) প্রধান পণ্য

২৫। মানবসম্পদ রপ্তানি কোন বাণিজ্যের অন্তর্ভুক্ত?

     ক) আন্তর্জাতিক

     খ) অভ্যন্তরীণ

     গ) দেশীয়

     ঘ) বিশ্ববাণিজ্য

২৬। বিশ্বায়নের ফলে—

            i. মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়

            ii. পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়

            iii. একচেটিয়াত্ব হ্রাস পায়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii          খ) i ও iii                     গ) ii ও iii         ঘ) i, ii ও iii

     ‘ক’ দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও সরকার দেশটির সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারছে না। ফলে দেশটি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্যর্থ হচ্ছে।

২৭। উক্ত দেশে রপ্তানি সম্প্রসারণের প্রধান প্রতিবন্ধকতা—

            i. প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার না হওয়া

            ii. দক্ষ মানবসম্পদের অভাব

            iii. উৎপাদনের ঘাটতি থাকা

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii          খ) i ও iii                      গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২৮। সরাসরি কৃষি থেকে যে পণ্য আসে সেগুলোকে কী পণ্য বলে?

     ক) প্রাথমিক দ্রব্য

     খ) রপ্তানি দ্রব্য

     গ) প্রচলিত পণ্য

     ঘ) চূড়ান্ত দ্রব্য

২৯। চা কোন রপ্তানির অন্তর্ভুক্ত?

     ক) প্রচলিত

     খ) আন্তর্জাতিক

     গ) প্রাচীন

     ঘ) প্রধান

৩০। ষাটের দশকের প্রধান রপ্তানি পণ্য কোনটি?

     ক) পাট

     খ) তৈরি পোশাক    গ) তুলা     ঘ) ধান

     উত্তর : ১. গ ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. ঘ ২৪. ক ২৫. ক ২৬. ঘ ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩০. ক।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
গ্রহণযোগ্য নির্বাচন কোন পথে? শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত! স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের আলোচনা সভা! রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার! নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫ জননেত্রী শেখ হাসিনা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ! রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি! নাটোরে যুবলীগের সভাপতি পদপ্রার্থী জহির শিকদার! নাটোরে গর্ভকালীন সেবা কার্ড আনতে গিয়ে প্রতারণার শিকার শতাধিক নারী! মহাসচিব এর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন জাতীয় সাংবাদিক সংস্থার রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ! রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ! গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! রাবিতে ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন! সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত! রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার! ১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব)