এবার আসামির আত্মীয় স্বজন দ্বারা বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি! « বাংলাখবর প্রতিদিন

এবার আসামির আত্মীয় স্বজন দ্বারা বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি!

মোঃ কামরুল ইসলাম
আপডেটঃ ২০ জুন, ২০২৩ | ১১:৩৩
মোঃ কামরুল ইসলাম
আপডেটঃ ২০ জুন, ২০২৩ | ১১:৩৩
Link Copied!
এবার আসামির আত্মীয় স্বজন দ্বারা বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গত ১৩-০ ৬ ২০০২৩ ইং তারিখে নারী ও শিশু নির্যাতন মামলায় পুলিশ কনস্টেবল মোঃ ইকবাল হোসেন কে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত।

ইকবাল হোসেন জেলে যাওয়ার পর বিভিন্ন সময়ে ইকবালের আত্মীয়-স্বজন মামলার বাদী মাহমুদা আক্তার স্মৃতিকে বিভিন্নভাবে হুমকি-ধামকি এবং মামলা তুলে নেয়ার জন্য শাসিয়ে শাসিয়ে আসছে।

মামলার বাদী মাহমুদা আক্তার কোন উপায় না পেয়ে আজ ২০/০৬/২৩ ইং তারিখে নেত্রকোনা সদর থানায় উপস্থিত হয়ে ইকবাল হোসেনের আত্মীয় অর্থাৎ আসামির বড় ভাই মোবারক হোসেনের নামে সাধারণ ডায়েরী করেন।

বিজ্ঞাপন

এখানে ঘটনা উল্লেখ্য যে ফেসবুক পরিচয় এর মাধ্যমে পুলিশ কনস্টেবল ইকবাল হোসেন নেত্রকোনায় এই তরুণী কে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন যাবত ভোগ করে আসছিল।

ভুক্তভোগী ঔ তরণী প্রতারণা বুঝতে পেরেছেন অভিভাবকের মাধ্যমে পুলিশ কনস্টেবল হোসেনের সাথে কাজী অফিসে বিয়ে হয় বিয়ের পর থেকে ইকবাল হোসেন আবারো নতুন ফন্দি করে এবং তাকে তার কর্মস্থলে নিয়ে যায় এবং কর্মস্থলে নিয়ে যাওয়ার পরে অমানুষিক নির্যাতন শুরু করে।

নির্যাতনের এক পর্যায়ে শারীরিকভাবে আঘাত করলে বাদী মাহমুদা আক্তার তার বাড়িতে পুনরায় চলে আসে এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

বিজ্ঞাপন

বর্তমানে নেত্রকোনা শিশু নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা বিচারাধীন অবস্থায় আছে। এবং এই মামলা তুলে নেয়ার জন্যই আসামির বড় ভাই তাকে চাপ দিয়ে আসছিল পরিশেষে নেত্রকোনা সদর থানায় উপস্থিত হয়ে ভুক্তভোগী মাহমুদা আক্তার স্মৃতিএকটি সাধারন ডায়রী করেন যাহার ডায়রী নং ১০০২।

এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আশ্বাস প্রদান করেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ভালুকায় নৌকার মনোনীত প্রার্থী এমপি ধনুকে গণ সংবর্ধনা সিরাজগঞ্জ-৫ আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিলেন জেলা আ’লীগ সভাপতি আউয়াল নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করা উচিত দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নাটোর-৪ আসনে নৌকার মাঝি হলেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী চার সংস্থার সঙ্গে পুলিশের মতের অমিল অনেকটা প্রকাশ্যে