
ক্যাসিনো সম্রাট বিল্লালের কান্ড
এ.আর ট্রেডার্সের সাড়ে তিন কোটি টাকা অনলাইন ক্যাসিনোতে তসরুপ



রিপোর্ট: অন্তর সাহা
ঝিনাইদহের এ.আর ট্রেডার্স এর হিসাব রক্ষক
বিল্লাল হোসেন, পিতা -শরিফুল ইসলাম,গ্রাম-শিকারপুর, ঝিনাইদহ সদর। এই বিল্লাল ঝিনাইদহ জেলার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আবিদুর রহমান লালু মিয়ার ফার্মের ম্যানেজার এবং ক্যাশিয়ার কাম হিসাব রক্ষক হিসাবে দীর্ঘ ৭ বছর যাবত কাজ করে আসছিলো।
কিন্তু হঠাৎ লালু মিয়া অসুস্থ হয়ে দেড় মাস ঝিনাইদহের বাইরে হাসপাতালে চিকিৎসায় ছিলেন। এই সুযোগে হিসাব রক্ষক বিল্লাল, লালু মিয়ার ফার্মের আনুমানিক সাড়ে তিন কোটি টাকা ওয়ান এক্স বেট অন লাইন ক্যাসিনো জুয়া খেলে তসরুপ করে। এই বিষয়ে বিল্লালের নিজের শিকারউক্তি আছে সাংবাদিকদের কাছে, প্রায় দেড় কোটি টাকা সে ক্যাসিনো খেলেছে।
এদিকে লালু মিয়া চিকিৎসা শেষে বাসায় এসে ফার্মের হিসাব রক্ষক বিল্লালের কাছে হিসাব চাইলে, বিল্লাল ঝিনাইদহ থেকে পলিয়ে যায়। বহু খোঁজাখুজির পর যখন বিল্লাল কে পাওয়া গেল তখন বিল্লাল এবং বিল্লালে বাবা শরিফুল, লালু মিয়ার টাকা না দেওয়ার জন্য এলাকার বিভিন্ন লোক ধরাধরি এবং বিল্লাল কে হাসপাতালে ভর্তি করিয়ে বিভিন্ন ভাবে নাটক শুরু করে দিয়েছে।
বর্তমানে সাড়ে তিন কোটি টাকা হারিয়ে মহা বিপদে লালু মিয়া। এই সকল বিষয়ে বিল্লালের কাছে জানতে চাইলে সে বলে আমি দেড় কোটি টাকা মতো নিয়েছি, ক্যাসিনো খেলেছি, আমি বিভিন্ন স্থানে টাকা পাবো আমাকে কয়টা দিন সময় দিন আমি টাকা ফেরত দিয়ে দিবো।
কিন্তু অসুস্থ লালু মিয়া প্রতিষ্ঠানের সাড়ে তিন কোটি টাকার তসরুপ দেখে আরো অসুস্থ হয়ে পড়েছেন,তিনি সবার কাছে এই বেইমান বিল্লালের কাছ থেকে তার কষ্টের টাকা আদায়ের জন্যে সহযোগিতা চেয়েছেন।।
