কাশিয়াডাঙ্গায় বসতবাড়ি ভাঙচুর অলংকার ও টাকা লুটপাট- আহত ১-থানায় মামলা। « বাংলাখবর প্রতিদিন

কাশিয়াডাঙ্গায় বসতবাড়ি ভাঙচুর অলংকার ও টাকা লুটপাট- আহত ১-থানায় মামলা।

মোঃ মেহেদী হাসান, রাজশাহী মহানগর প্রতিনিধি।
আপডেটঃ ২৯ জুন, ২০২২ | ১০:৩১ 78 ভিউ
মোঃ মেহেদী হাসান, রাজশাহী মহানগর প্রতিনিধি।
আপডেটঃ ২৯ জুন, ২০২২ | ১০:৩১ 78 ভিউ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, রাজশাহী মহানগর প্রতিনিধিঃ রাজশাহী কাশিয়াডাঙ্গায়, কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৫) এর বাড়িঘর ভাংচুর সহ লুটপাটের ঘটনা ঘটে। এ নিয়ে রফিকুল ইসলাম ০৩ জন সহ অজ্ঞাত নামা আরো ০৫ জনকে আসামী করে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়েরের করেন। মামলা নং ৩৩/১৬৬, তারিখঃ ২৯/০৬/২০২২ইং। ধরা ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৪২৭, ৩৭৯ ও ৫০৬ পেনাল কোড-১৮৬০। এজাহারে লেখা হয় আসামী ১। মোঃ রানা (৪০), পিতা – মৃত রহিম, সাং- কাশিয়াডাঙ্গা চিতলপুর, ২। মোঃ নাইম(৩০), ৩। মোঃ মারুফ (৩৩) উভয় পিতা মোঃ দুলাল, সাং – কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় পাড়া, সকলের থানা কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহীগনসহ আরও অজ্ঞাত নামা ৪ থেকে ৫ জনের জমি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।

যাহা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী, মামলা নং ৫৩২ পি/২২( কাশিয়াডাঙ্গা)। রফিকুল এর ক্রয় কৃত জমিতে রফিকুল এর ইট রাখা কে কেন্দ্র করে উপরোক্ত আসামী দেশীয় অস্ত্র পাশলি,হকিষ্টিক, লাঠি শোঠা নিয়ে একত্রিত হয়ে ২৮/০৬/২২ ইং তারিখ আনুমানিক বেলা ১১.৩০ মিনিটের সময় কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় পাড়া গ্রামাস্থ জনৈক বাবলুর বাড়ির সামনে ২নং আসামী নাইম এর হাতে থাকা ইট দ্বারা রফিকুলের বাম গালে আঘাত করে কালসিরা ফেলে, গুরতর জখম করে এবং ৩নং আসামী মারুফ এর হাতে থাকা হকিস্টিক দিয়ে রফিকুল এর বুকের ডান পাশে আঘাত করে জখম করে।

বিজ্ঞাপন

অতঃপর রফিকুল প্রান ভয়ে তার বসত বাড়িতে দৌড়ে চলে গিয়ে একটি ঘরের ভেতর ধুকে দরজার ছিটকানি লাগিয়ে দেয়। তখন আসামীরা রফিকুল এর পিছু পিছু গিয়ে তার বসত বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরের ভেতরে থাকা একটি কাঠের আলমারি, একটি ডাইনিং টেবিল, একটি ডেসিন টেবিল, প্লাস্টিকের ৪ টি চেয়ার, দুটি টেবিল ফ্যান,তিনটি থায়গ্লাস ভাংচুর করে। যাহার ক্ষতির আনুমানিক মূল্য ২,৫০,০০০ টাকা। ঐ সময় রফিকুল এর স্ত্রী আসামীদের বাধা প্রদান করলে ২নং আসামী নাইম রফিকুল এর স্ত্রীর গলা ধরে ধস্তাধস্তি করে তার গলায় থাকা ১টি ১০ আনা ওজনের একটি স্বর্নের চেইন, যার আনুমানিক মূল্য ৪৫,০০০ হাজার টাকা কেড়ে নেয় এবং আসামীরা রফিকুল এর বসত ঘরের ভেতরে কাঠের আলমারির ড্রয়ারে থাকা জমি বিক্রির নগদ ২,৪৭,০০০ টাকা নিয়ে যায়। ঐ সময় রফিকুল চিৎকার করলে ঘটনা স্থলে সাক্ষী ১। জানে আলম রানা (৪৫), পিতা – মৃত কাশেম আলী, ২। মিজানুর রহমান (২৬), পিতা – মোঃ রেজাউল করিম, ৩। মোসাঃ রুমালী খাতুন (৪৫), স্বামী মোঃ আবু সাইদ সর্ব সাং কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় পাড়া, থানা কাশিয়াডাঙ্গা মহানগর রাজশাহী গনসহ আরও লোকজন ঘটনা স্থলে আসলে আসামীরা রফিকুল কে ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে ও খুন জখমের হুমকি ধামকি সহ নানা ভয়ভীতি প্রদান করে চলে যায়।

স্বাক্ষীগন স্থানীয় আশপাশের লোকজনের সাহায্যে রফিকুল কে উদ্ধার করে অজ্ঞাতনামা এক অটো রিক্সা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিকুল কে চিকিৎসা প্রদান করেন।

বিজ্ঞাপন

সরজমিন দেখা যায় জমি সংক্রান্ত জের ধরে উক্ত ঘটনা ঘটে। আশেপাশের সকল স্বাক্ষীদের জিজ্ঞাসা করিলে তার অভিযোগ এর বিবরণ সত্য বলেন।

সরজমিনে আরো দেখা যায় রফিকুল এর বসতবাড়ি ভাংচুর দেখা যায় এবং রফিকুল এর বাড়ির ভিতরের সব জিনিসপত্র ভাঙ্গা দেখা য়ায়। রফিকুল এবং তার স্ত্রী দাবী করেন আসামীরা তাদের ঘর থেকে টাকা পয়সা সহ স্বর্ণের চেইন নিয়ে যায়।

বিষয়টি মুঠোফোনে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে অবগত করিলে তিনি বলেন এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্ৰেফতারের প্রকৃয়া চলছে। তারা সবাই পালাতক আছে। থানার দায়িত্বরত অফিসার গন আসামীদের গ্ৰেফতারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গনমাধ্যমকে মুঠোফোনে জানিয়েছেন অফিসার ইনচার্জ জনাব এস এম মাসুদ পারভেজ মহোদয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের আলোচনা সভা! রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার! নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫ জননেত্রী শেখ হাসিনা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ! রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি! নাটোরে যুবলীগের সভাপতি পদপ্রার্থী জহির শিকদার! নাটোরে গর্ভকালীন সেবা কার্ড আনতে গিয়ে প্রতারণার শিকার শতাধিক নারী! মহাসচিব এর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন জাতীয় সাংবাদিক সংস্থার রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ! রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ! গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! রাবিতে ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন! সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত! রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার! ১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব) রাবিতে প্রক্টরিয়াল টিমের অভিযানে ২৭ বহিরাগত আটক!