
দেশব্যপী জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন
কেন্দ্রীয় সভাপতির জন্মদিন উপলক্ষে তিতুমীরের ছাত্রনেতা জহিরের অনন্য আয়োজন



“শিক্ষা, শান্তি, প্রগতি” এই মূলনীতি বুকে ধারণ করে পথচলা ছাত্র সংগঠনের নাম ‘বাংলাদেশ ছাত্রলীগ।’ বলা হয়, সুসংগঠিত সংগঠনটির এ যাবতকালের সবচেয়ে জনপ্রিয় কেন্দ্রীয় সভাপতিদের একজন সাদ্দাম হোসেন। হয়তো এজন্যই সারাদেশব্যপী সাদ্দামের জন্মদিন উপলক্ষে এমন ঘটা করে শত শত আয়োজন হয়েছে।
তুমুল জনপ্রিয় এই কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের জন্মদিন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাভিত্তিক নানা কর্মসূচি পালিত হয়েছে। অনেকে ব্যক্তিগত উদ্যোগেও তার জন্মদিন পালন করছে। হাজারো নেতাকর্মী, অসংখ্য অনুরাগী ছাত্রনেতার মতোই তিতুমীর কলেজের জহির আব্বাস ব্যক্তিগতভাবে পালন করেছে জনপ্রিয় এই ছাত্রলীগ সভাপতির জন্মদিন।
সাদ্দাম হোসেনের জন্মদিন উপলক্ষে ছাত্রনেতা জহির আব্বাস শনিবার (১১ই নভেম্বর) মহাখালীর কুরআনের আলো ইন্সটিটিউটে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত দোয়া অনুষ্ঠানে সাদ্দাম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ ও দেশের জন্য সার্বিক দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত লোকজনসহ প্রায় শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়।
জহির ‘সরকারি তিতুমীর কলেজ’ ছাত্রলীগের চলতি কমিটির কৃষি বিষয়ক সম্পাদক। রাজধানীর বুকে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ রাজপথে সর্বদা এগিয়ে থাকা একটি ইউনিট।
কেন্দ্রীয় সভাপতির জন্মদিন উপলক্ষে এমন আয়োজনের কারণ জানতে চাইলে জহির আব্বাস বলেন, বাংলাদেশ ছাত্রলীগ মানেই দুর্বার গতিতে এগিয়ে চলার এক অনুপ্রেরণা। আর সেই গতিকে চলমান রাখতে সাদ্দাম হোসেন ভায়ের কোনো বিকল্প নেই। সাদ্দাম হোসেন ভায়ের ইতিবাচক মনোভাব এবং উদ্যম আমাদের প্রাণবন্ত কাজের পরিবেশ তৈরি করে দেয়। তার নেতৃত্ব আমাদের দলগত কাজ এবং সহযোগিতার গুরুত্ব শিখিয়েছে।
বিগত সময়ের তুলনায় আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলেছেন তিনি। প্রিয় ভায়ের সমর্থন আমাদের সৃজনশীলতা প্রকাশ করার অনুমতি দিয়েছে। তিনি প্রতিটি দলের সদস্যেদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেন, যা আমাদের মনোবল বাড়ায় এবং মহত্ত্বের জন্য সংগ্রাম করতে উৎসাহিত করে। সব কিছুর জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ।
উল্লেখ্য,
সাদ্দাম হোসেন ২০১১-২০১২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। তিনি মেধা ও শিক্ষার্থীদের পক্ষে অনর্গল বক্তৃতার মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আলোচিত এক নাম।
জানা যায়, মননশীল ও সৃজনশীল ছাত্রনেতা, শিক্ষার্থী বান্ধব আচরণ, আপোষহীন, বাকপটু, সুবক্তা, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী, এখনও পর্যন্ত ছাত্রজীবনে কোনো অপরাধের সাথে তার নাম আলোচিত না হওয়া, আইন অনুষদের মেধাবী ছাত্র, ছাত্রদের যে কোনো সমস্যায় এগিয়ে আসা, ছাত্রলীগের কর্মীদের সাথে অনন্য সম্পর্ক স্থাপন, প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী হওয়া ইত্যাদি নানা কারণে সাদ্দাম হোসেন সাধারণ শিক্ষার্থীদের নিকট জনপ্রিয় হয়ে ওঠেন।
বলা বাহুল্য,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে সাদ্দাম হোসেন এজিএস পদে নির্বাচিত হন। সবশেষ তিনি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালন করছেন।
