গীতিকার রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আত্মহত্যা করছি’ « বাংলাখবর প্রতিদিন

গীতিকার রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আত্মহত্যা করছি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩০
Link Copied!

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার লিচুবাগান এলাকায় বাসা থেকে গীতিকার মেহবুবুল হাসান রাসেলের (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাসেল ও’নীল নামে পরিচিত। পুলিশ বলছে, রাসেলের কক্ষে গিয়ে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আত্মহত্যা করছি।’

আজ শুক্রবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘পরিবারের কাছ থেকে খবর পেয়ে আমরা রাসেলের লাশ উদ্ধার করি।’

ওসি আরও বলেন, “রাসেলের কক্ষে গিয়ে আমরা একটি চিরকুট পেয়েছি। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আত্মহত্যা করছি।’ এ লেখা তাঁর হাতের বলেও আমরা নিশ্চিত হয়েছি।”

বিজ্ঞাপন

‘প্রথমে রাসেলের পরিবার আমাদের জানায়, তিনি আত্মহত্যা করেছেন। আমরা বাড়িতে যাই, লাশটি উদ্ধার করি। তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়েছেন। গলায় ছাড়া লাশের আর কোথাও দাগ নেই’, যোগ করেন ওসি আবুল কালাম।

রাসেলের পরিবারের লোকজনের বরাতে শিল্পাঞ্চল থানা পুলিশ বলছে—রাসেল রাতের খাবার খেয়ে তাঁর কক্ষে যান। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন দরজা ভাঙেন। ঘরে ঢুকে পরিবার দেখে, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ছিল রাসেলের নিথর দেহ।

ওসি কাজী আবুল কালাম বলেন, ‘এরপর লাশটি উদ্ধার করে আমরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠাই। সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এখন লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার লাশটি নিয়ে গেছে।’

বিজ্ঞাপন

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছিল, এটি আত্মহত্যা। বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে।’

পুলিশ জানায়, ওই বাসায় রাসেলের সঙ্গে তাঁর মা ও ছোট ভাই থাকেন। দেড় বছর ধরে রাসেল চাকরিহীন ছিলেন। এক পর্যায়ে তাঁকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছিল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
মার্কিনিদের চেয়ে বাংলাদেশ মানবাধিকার বেশি রক্ষা করে: রাষ্ট্রপতি জয়িতা সম্মাননায় ভূষিত হলেন তৃতীয় লিঙ্গের মোহনা গার্মেন্টস শ্রমিক সুরক্ষায় সরকারের যত উদ্যোগ অঢেল সম্পদ মমতাজের-হলফনামায় কম; ভারতের আদালতে ২ মামলা ইতিহাস সৃষ্টি করলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত শিকদারের গাড়ীতে সন্ত্রাসী হামলা মধুপুরে জমি নিয়ে বিরোধে মধ্যযুগীয় কায়দায় প্রতিপক্ষের উপর বর্বর নির্যাতন এমপি প্রার্থীদের নিকট ১৪ দফা দাবির লিফলেট প্রদান করবে সাংবাদিকরা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠিত মোটরসাইকেল দুর্ঘটনায় কেড়ে নিলো দুই তরুণের প্রাণ অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম