গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! « বাংলাখবর প্রতিদিন

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম!

রাজিয়া সুলতানা তূর্ণা বিশেষ প্রতিনিধি, ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ ২০ মে, ২০২৩ | ৩:১৬ 235 ভিউ
রাজিয়া সুলতানা তূর্ণা বিশেষ প্রতিনিধি, ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ ২০ মে, ২০২৩ | ৩:১৬ 235 ভিউ
Link Copied!
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার'কে ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরে যেতে হবে। বাঙ্গালীর মুক্তি সংগ্রাম তথা মহান মুক্তিযুদ্ধে বাঙালীর বিরত্বপূর্ণ লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন।

১৯শে মে ২০২৩ইং রোজ শুক্রবার বেলা ৩:০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ডেমোক্রেসী এন্ড পিস স্টাডিস (সিডিপিএস) এর উদ্যোগে আসন্ন নির্বাচন গনতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা ও সেমিনারে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেশাজীবি পরিষদের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সভাপতি জনাব-রুহুল আমিন গাজী।

উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবি ও গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।

বিজ্ঞাপন

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব-রুহুল আমিন গাজী ।

বোধক ব্যবস্থায় ফিরে যেতে হবে গ্রহণযোগ্য করতে হলে আদালতের রায়কে তোয়াক্কা না করে সরকার গায়ের জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।

তিনি আরও বলেন, নির্বাচনের ব্যাপারে জনগণের আস্তা এখন শূণ্যের কোটায়। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের দাবি আদায় করতে হবে।

সভাপতির বক্তব্যে জনাব রুহুল আমিন গাজী বলেন, মাঠে ময়দানে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে। ঠান্ডা ঘরে বসে আলোচনা করে দাবি আদায় সম্ভব নয়।

প্রধান বক্তার বক্তব্যে ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ, বিএনপি এই দুটো রাজনৈতিক ধারা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাড় করিয়েছে। আমাদের এই দুই রাজনৈতিক ধারা থেকে বেড়িয়ে এসে একটি স্বতন্ত্র নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি করতে হবে।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সচিব কাশেম মাহমুদ, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, ড. এ. আর খাঁন, ড. মোমেনা খাতুন, আবু লায়েস মুন্না, আক্তার হোসেন, রাজু আহমেদ, মরিয়ম আমেনা, আসমাউল হুসনা, মোঃ রুমি, মনি মোহন বিশ্বাস, খায়রুল ইসলাম প্রমুখ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
গ্রহণযোগ্য নির্বাচন কোন পথে? শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত! স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের আলোচনা সভা! রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার! নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫ জননেত্রী শেখ হাসিনা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ! রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি! নাটোরে যুবলীগের সভাপতি পদপ্রার্থী জহির শিকদার! নাটোরে গর্ভকালীন সেবা কার্ড আনতে গিয়ে প্রতারণার শিকার শতাধিক নারী! মহাসচিব এর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন জাতীয় সাংবাদিক সংস্থার রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ! রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ! গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! রাবিতে ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন! সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত! রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার! ১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব)