
গ্রিন রোডে অগ্নিকাণ্ড: পরিস্থিতি নিয়ন্ত্রণে

Link Copied!


রাজধানীর গ্রিন রোডে আই হসপিটালের সামনে লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা জানান, ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে দায়িত্বরত ডিউটি অফিসার হাবিবুর রহমান।
এ ব্যাপারে ডিউটি অফিসার বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।
