
গ্রেপ্তার হওয়া রেফারি সামলাবেন আর্জেন্টিনার ম্যাচ



কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে মাঠে নামছে আর্জেন্টিনা এবং সৌদি আরব। ‘সি’ গ্রুপের ম্যাচটিতে মাঠে মূল দায়িত্ব পালন করছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। যিনি কিনা এক সময় পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন।
৪২ বছর বয়সী স্লাভকো দীর্ঘ ১২ বছর যাবত ফিফার অধীনে রেফারিংয়ে দায়িত্ব পালন করছেন। এই স্লোভেনিয়ান বছর দুয়েক আগে একটি ঘটনার জন্য আচমকা সংবাদমাধ্যমের প্রধান খবর হয়েছিলেন। ২০২০ সালে করোনা চলাকালীন ড্রাগ, অস্ত্র চোরাচালান এবং পতিতাবৃত্তি চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন স্লাভকো।
বসনিয়ার বিয়েইনা শহরের একটি কেবিন থেকে সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। তাকে যে কেবিন থেকে গ্রেপ্তার করা হয়, সেখানে কোকেন, অবৈধ অস্ত্রও পাওয়া গিয়েছিল। এছাড়াও সার্বিয়ান মডেল তিয়ানা মাকসিমোভিচের সঙ্গে তার যোগাযোগ ছিল বলেও অভিযোগ ছিল পুলিশের কাছে। তিয়ানার বিরুদ্ধে পতিতাবৃত্তি চক্র চালানোর অভিযোগ ছিল।
যদিও পরবর্তীতে এই রেফারির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তিও পান এই রেফারি। মুক্তি পেয়ে এই রেফারি জানিয়েছিলেন, ‘আমাকে গ্রেপ্তার করার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করেন। তারা বুঝতে পারেন, এই চক্রের সঙ্গে আমার কোনো সংযোগ নেই। এরপর আমাকে ছেড়ে দেওয়া হয়। এটা আমার জীবনের সবচেয়ে বাজে সময় ছিল।’
স্লাভকো ভিনচিচ কেবল বিশ্বকাপ নয়, চ্যাম্পিয়নস লিগ থেকে শুরু করে ইউরোর বাছাইপর্বের ম্যাচেরও দায়িত্ব পালন করেছিলেন। এদিকে আর্জেন্টিনা ম্যাচে স্লাভকোর সঙ্গে সহযোগী রেফারি হিসেবে মাঠে থাকবেন আরও দুই স্লোভেনিয়ান। তারা হলেন যথাক্রমে টমাস ক্লানসিনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন সেনেগালের মাগুয়েত্তে এনদিয়ায়ে।
