
নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিন্টুর ছেলে বদিউর (৪২) ও তার ছেলে আওয়াল (২২)
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে



চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাবার মরদেহ উদ্ধার করা হলেও ছেলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বজ্রপাতে নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিন্টুর ছেলে বদিউর (৪২) ও তার ছেলে আওয়াল (২২)। শুক্রবার (২০ মে) দুপুর দেড়টার দিকে পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট থেকে বদিউরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে ছেলে আওয়ালের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস বলছে, তীব্র স্রোতে পদ্মা নদীতে তলিয়ে গেছে আওয়ালের মরদেহ। তবুও নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার অভিযানে কাজ করছে ডুবুরি দল। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় পদ্মা নদীর ধুলাউড়ি ঘাটে বজ্রপাতের ঘটনা ঘটলে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিহত হন। দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু এ বিষয়টি নিশ্চিত করেছেন।
