চীন থেকে এলো আরও ২ কোটি ৪ লাখ টিকা


করোনা মহামারি থেকে দেশবাসীকে সুরক্ষায় বিদেশ থেকে সরকারের টিকা আনা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে চীন থেকে আরও ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।
মঙ্গলবার টিকার এ চালান ঢাকায় আসে। এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউনিসেফ এ টিকার খরচ বহন করবে। এই লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আরও আগেই চুক্তি হয়েছিল এডিবি ও ইউনিসেফের।
এই ২ কোটি ৪ লাখ টিকা নিয়ে গত ছয় মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত বিভিন্ন সূত্র থেকে ইউনিসেফ ১০ কোটিরও বেশি টিকা বাংলাদেশে সরবরাহ করেছে। এর মধ্যে ৫ কোটি এসেছে কোভ্যাক্সের আওতায়।
এ ছাড়া বাংলাদেশ সরকার দ্বিপক্ষীয় চুক্তিতেও বিভিন্ন দেশ থেকে বিপুল টিকা এনেছে। যেগুলো সরবরাহে সহায়তা করেছে ইউনিসেফ।
২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার ২৮.৪৪ শতাংশ দ্বিতীয় ডোজ করোনার টিকা পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আর টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৭৩৪ জনকে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৩ লাখ ৭২ হাজার ৫২ জন।
করোনার নতুন ধরন ওমিক্রন থেকে সুরক্ষায় গতকাল থেকে দেশব্যাপী বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।
