
ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বাংলামোটরে মিছিল, ছাত্রলীগের হামলা, আটক ২



সারাদেশব্যাপী বিএনপির অবরোধ কর্মসূচির আজ ৫ম ধাপ চলমান। গত ২৮ অক্টোব বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ও বেগম জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, বিএনপির এক দফা দাবি আদায়ের ঘোষিত ৫ম ধাপের ১ম দিনের অবরোধে আজ বুধবার বিকাল ৩ টায় বাংলামোটর থেকে শাহবাগ অভিমুখে একটি মিছিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে উক্ত মিছিল নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, ‘শান্তিপূর্ণ মিছিলের শেষ দিকে ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা একযোগে ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় মিছিল থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়া, হাতিরঝিল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মীমকে আটক করে পুলিশ। তাদের উপর শারীরিক নির্যাতন করে।’
এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল,সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার, যুগ্ম সম্পাদক এমএম মুসা, রিয়াদ রহমান, মনজুর আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, জুয়েল মৃধা, জকির উদ্দিন আবির, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, হায়াত মাহমুদ জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সূজার, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, কেন্দ্রীয় সদস্য সাহেদ হাসান ও মোবারক হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সম্পাদক ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইলসাম জাহিদ
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আকরাম আহমেদ, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ পারভেজ খাঁন, মোঃ শিহাব খান।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের হাতিরঝিল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মীম, মহানগর উত্তরের পরিশ্রমী ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া
ঢাকা মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক, বায়েজিদ হোসাইন, বনি আমিন, নবাব রাব্বি,ওমর শেখ, মাহাবুব,ফারুক,ইমরান, নিঝুম।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আকিব মাহমুদ, সাইফুল ইসলাম।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিল্লাত হোসেন, সহ মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজ্জিদ হোসেন
তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সানি
তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি মেহেদী হাসান নিশান, যুগ্ম সাধারণ সম্পাদক রিমু হোসেন, কামাল হোসেন রিদয়
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল-আমিন হোসেন, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন
এসময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবী আদায়ের অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
