
জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের উদ্যোগে পরিছন্নতা কর্মসূচীর আয়োজন



রাঙ্গাবালীর চর মোন্তাজ বাজার পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য জাগোনারী আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে একটি পরিচ্ছন্ন অভিযান পরিচালনা হয়। পরিচ্ছন্ন অভিযানে এলাকার যুবকরা অংশ গ্রহণ করেন ।
আরও উপস্থিত ছিলেন ৭.৮.ও ৯ নং এর মহিলা মেম্বার জনাবা রুনু খান. CLDRRR এর প্রজেক্ট ম্যানেজার জনাব হানিফ মাহমুদ ও জুম বাংলার উপজেলা প্রতিনিধি মোঃ আরিফ খান
পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির করার পর বক্তব্য রাখেন
৭.৮.ও ৯ নং মহিলা মেম্বার জনাবা রুনু খান,তিনি বলেন এ ধরনের কাজ যাতে আরো চলমান থাকে সেই ব্যবস্থা করা ও জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের উদ্বেগে কয়েকটা প্লাস্টিকের ডাস্টবিনের ব্যবস্থা করা যাতে করে বাজারে কোন ময়লা আবর্জনা না থাকে।
CLDRRR এর প্রজেক্ট ম্যানেজার জনাব হানিফ মাহমুদ বলেন যুবকদের মাধ্যমে একটি কমিটি করার কথা,যাতে করে যুবকরা নিজ উদ্যগে বাজার এবং গ্রাম পরিস্কার করে, তিনি আরও বলেন ইতিমধ্যে আমারা দুইটা ডাস্টবিন দিয়েছি,প্রয়োজনে আরো ডাস্টবিন দেয়ার আস্বাস দেন,জনাব হানিফ মাহমুদ আরও বলেন, যুবকদের মাধ্যমে বাজার ও এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা করা সম্ভব,তাই এটি যেন চলমান থাকে সকলের প্রতি এই আহ্বান জানান
