ঝিনাইদহ প্রেসক্লাবের মিজান সভাপতি, সেলিম সম্পাদক পুনর্নির্বাচিত « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ প্রেসক্লাবের মিজান সভাপতি, সেলিম সম্পাদক পুনর্নির্বাচিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৮:৪২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৮:৪২
Link Copied!

ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের শেখ সেলিম পুনর্নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহসভাপতি পদে আব্দুল হাই (দৈনিক ভোরের ডাক), সহসভাপতি রফিকুল ইসলাম (বৈশাখী টিভি, দৈনিক ইত্তেফাক), সহসাধারণ সম্পাদক জাফর উদ্দীন রাজু (দি ডেইলি অবজারভার) কোষাধ্যক্ষ পদে অলিয়ার রহমান (গাজী টিভি) সাংগঠনিক সম্পাদক আহমেদ নাসিম আনসারী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (ঢাকা পোস্ট) আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ শফিউল আলম লুলু (দৈনিক নতুন সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম ( দীপ্ত টিভি) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী পরিষদের সদস্য হিসেবে যাঁরা নির্বাচিত হয়েছেন তারা হলেন মো. আলাউদ্দীন আজাদ (সম্পাদক দৈনিক নবচিত্র), আজিজুর রহমান সালাম (দৈনিক জনতা, দি নিউজ টু-ডে) আজিবর রহমান (দি ডেইলি স্টার), মো. নাসিম উদ্দীন (আলোকিত বাংলাদেশ), শাহরিয়ার রহমান রকি (মাছরাঙা টিভি) গিয়াস উদ্দীন সেতু (দৈনিক গণমুক্তি, দৈনিক মাথা ভাঙ্গা) এবং রফিক আহমাদ ( কলামিস্ট)।

বিজ্ঞাপন

এর আগে সকাল ১১টায় জেলা শহরের পাগলাকানাই সড়কের নিজস্ব কার্যালয়ে সভা কক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান। বার্ষিক আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন সাধারণ সম্পাদক শেখ সেলিম। এ সময় উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত সদস্যরা। বক্তারা সংবাদকর্মীদের ঝুঁকি এবং নামধারীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পুনর্নির্বাচিত সভাপতি মূলধারার সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে সব ধরনের সংকটে একে অপরে পাশে থাকার আহ্বান জানান।

বিষয়:

শীর্ষ সংবাদ:
আমাকে মনে রাখবেন, ভুলে যাবেন না: তামিম ইকবাল দুই প্রকল্পেই খরচ বাড়ল সাড়ে ১১০০ কোটি টাকা তিতাসে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নিজ ভূমি পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি দিনভর নাটক শেষে বিশ্বকাপ টিম গঠন তামিমকে ছাড়াই ! হোমনায় মাদ্রাসা ছাত্রকে ইস্ত্রী মেশিন গরম করে ছ্যাকা দিয়ে নির্যাতন সখীপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধি করণে মাঠ দিবস অনুষ্ঠিত এবার পরীমণির অশ্লীল ওয়েব ফিল্ম বন্ধে আইনি নোটিশ এবার ঢাকা আসছেন ভিসাবিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী অবহেলিত উর্মী অধিকার বঞ্চিত ষড়যন্ত্রের শিকার আইন বলছে: পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হলে ধর্ষণ নয়: এলাহাবাদ হাইকোর্ট পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা বর্তমান প্রেক্ষাপটে সুস্থ নির্বাচনের ক্ষেত্রে করণীয় শীর্ষক আলোচনা সভা নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনপূর্ব বাহাউদ্দীন নাসিমের পথসভা রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে সেফটি ট্যাংকে নেমে নিহত-২, আহত-১