
টাঙ্গাইলে ঝড়ে ৫০০ ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত



টাঙ্গাইলের ঘাটাইলে কাল বৈশাখী ঝড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ পাঁচ শতাধিক কাঁচা ও আধা-পাকা ঘরবাড়ি বিধস্ত হয়েছে। ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে পড়েছে। গাছের চাপায় স্কুল ছাত্রীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, উত্তর খিলগাতি গ্রামের আতাউর রহমান খান (৭০), তার ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং নাতি এম.কে.ডি.আর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রী রিয়া(১৩)। বিদ্যুতের তার ও খুঁটি লন্ডভন্ড হওয়ায় সকাল থেকেই চার ইউনিয়রে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। শনিবার (২১ মে) ঝড়ে উপজেলার চারটি ইউনয়িনে ব্যাপক ক্ষতি হয়। স্থানীয়রা জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তর র্পূব দিক থেকে হঠাৎ করে প্রচণ্ড বেগে আসা ঝড়টি শুরু হয়। এতে উপজেলার দেউলাবাড়ি ইনয়িনের দেউলাবাড়ি, উত্তর খিলগাতি ও মূখ্য গাংগাইর, সংগ্রামপুর ইউনিয়নরে বোয়ালী হাটবাড়ি, চাপড়ী, দেওজানা, খুপিবাড়ী ও লাহেড়ীআড়ি, রসুলপুর ইউনয়িনরে রসুলপুর, ঘোনার দেওলী, মোমিনপুর, সিংহের চালা, শালিয়াবহ, লক্ষীন্দর ইউনিয়নের লক্ষীন্দর, মুরাইদ, চারিয়াবাইদ ও ফৈটামাড়ি গ্রামে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্নস্থানে বিদ্যুতের খুটি ভেঙে যাওয়ায় সকাল থেকেই চার ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
