
ঢাকা- বরিশাল মহাসড়কের সানুহারে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান খাদে

Link Copied!


ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহারে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান উল্টে খাদে পড়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন চালক ও হেলপার। উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বুধবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি সানুহার বাসস্ট্যান্ডের সন্নিকটে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটি ধুমরে মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। তবে ওই রাতে পর্যাপ্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
