ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়জয়কার « বাংলাখবর প্রতিদিন

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়জয়কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৬:৪৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৬:৪৩
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের জয়জয়কার হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের ১৪টি জয় পেয়েছে নীল দল।

শুধুমাত্র একটি সদস্য পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল সাদা দল। সাদা দলের একমাত্র বিজয়ী হলেন, দলের আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষকদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচনে পুনরায় সভাপতি পদে জয়লাভ করেছেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। তিনি ভোট পেয়েছেন ৯৪৫ টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবির পেয়েছেন ৩৯২ ভোট।

সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া। তিনি পেয়েছেন ৯৭০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম পেয়েছেন ৩৮১ ভোট।

সহ-সভাপতি পদে অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা হাসান ৮২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ পেয়েছেন ৫১২ ভোট।

বিজ্ঞাপন

কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন ৮৫০ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্ধী প্রার্থী একাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক আল আমিন পেয়েছেন ৪৩৭ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম পেয়েছেন ৮২২ ভোট। প্রতিদ্বন্ধী প্রার্থী দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খান পেয়েছেন ৪৬১ ভোট।

সদস্য পদে নীলদলের বিজয়ী ৯ জন হলেন- অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভুঁইয়া, ড. ইসতিয়াক মঈন সৈয়দ, ড. লাফিফা জামাল, ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. মুহাম্মদ আব্দুল মঈন, ড. নাসির উদ্দীন মুন্সী, ড. সাদেকা হালিম, ড. জিনাত হুদা, ড. ফিরোজ আহমেদ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
শওকত শিকদারের গাড়ীতে সন্ত্রাসী হামলা মধুপুরে জমি নিয়ে বিরোধে মধ্যযুগীয় কায়দায় প্রতিপক্ষের উপর বর্বর নির্যাতন এমপি প্রার্থীদের নিকট ১৪ দফা দাবির লিফলেট প্রদান করবে সাংবাদিকরা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠিত মোটরসাইকেল দুর্ঘটনায় কেড়ে নিলো দুই তরুণের প্রাণ অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ভালুকায় নৌকার মনোনীত প্রার্থী এমপি ধনুকে গণ সংবর্ধনা সিরাজগঞ্জ-৫ আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম