
দাউদকান্দিতে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার শেষ দিন আজ



দাউদকান্দিতে স্থানীয় সরকার উদযাপন উন্নয়ন মেলা ২০২৩ তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। আজ ১৯ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান। এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ মইনুল হাসান। উপজেলা নির্বাহী অফিসার দাউদকান্দি কুমিল্লা।
মেজর মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন।
সেবা উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে স্থানীয় সরকার। প্রতিটি জেলা উপজেলায় স্থানীয় সরকার একতা এবং শৃংখলা নিয়ে কাজ কাজ করলে দেশ আরো উন্নতির শিখরে পৌঁছাবে। তিনি আরো বলেন প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এবং জনগণ এক প্রত্যয়ে কাজ করে দেশের উন্নয়ন সাধন করা সম্ভব।
সাধারণ মানুষকে কি ধরনের সেবা দিতে হবে সে বিষয়ে স্থানীয় সরকারকে অবগত করেন।উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মত দেশ প্রেম এবং দেশের প্রতি ভালবাসা তোমাদের হৃদয়ে লালন করো। দেখবে দেশ অনেক সুন্দর এবং সমৃদ্ধিকর হবে।
