
দেশে খাদ্য সংকট নেই: কৃষিমন্ত্রী



কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী চলমান চরম দুঃসময়েও বাংলাদেশে এখন খাদ্য সংকট নেই। শুক্রবার (২০ মে) রাজধানীর একটি হোটেলে লায়ন্স ক্লাব বাংলাদেশের ২৯তম বার্ষিক কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, বিগত ১৩ বছরে দেশে কোনো রকম খাদ্য সংকট হয়নি। এমনকি করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকট ও দুর্ভিক্ষের আশঙ্কার মধ্যেও দেশে খাদ্য সংকট হয়নি। সংকটের কোনো সম্ভাবনাও নেই। বর্তমানে দেশে শান্তি বিরাজমান আছে, মানুষের নিরাপত্তা আছে উল্লেখ করে তিনি বলেন, এখন কোনো হরতাল ভাঙচুর নেই। এই শান্তি স্থিতিশীলতাকে ধরে রাখতে হবে। বিএনপি মানুষকে জিম্মি করে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। সেটি তাদের করতে দেওয়া হবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
