দ্রব্যমূল্যের স্থিতিশীলতা না আসলে লাগাতার আন্দোলন-হুঁশিয়ারি: বাংলাদেশ কংগ্রেস! « বাংলাখবর প্রতিদিন

দ্রব্যমূল্যের স্থিতিশীলতা না আসলে লাগাতার আন্দোলন-হুঁশিয়ারি: বাংলাদেশ কংগ্রেস!

রাজিয়া সুলতানা তূর্ণা বিশেষ প্রতিনিধি, ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ ১২ মে, ২০২৩ | ৫:০৩ 95 ভিউ
রাজিয়া সুলতানা তূর্ণা বিশেষ প্রতিনিধি, ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ ১২ মে, ২০২৩ | ৫:০৩ 95 ভিউ
Link Copied!
দ্রব্যমূল্যের স্থিতিশীলতা না আসলে লাগাতার আন্দোলন-হুঁশিয়ারি: বাংলাদেশ কংগ্রেস! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধি রোধ না করলে লাগাতার আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবীতে বাংলাদেশ কংগ্রেস কর্তৃক আয়োজিত মানববন্ধনে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, একটার পর একটা জিনিসের মূল্য বৃদ্ধি ঘটায় জনগণের নাভিশ্বাস অবস্থা। সরকার জনগণের চেয়ে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত।

বিজ্ঞাপন

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত ও শক্তিশালী করতে হবে।

বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহবায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়ন প্রার্থী লায়ন মোঃ আল আমীন বেপারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম ও এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, সাংস্কৃতিক মুক্তি জোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না, বাংলাদেশ জাতীয় লীগের সভাপতি ডঃ শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বিএনজে’র চেয়ারম্যান এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ, এনডিএম’র সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ তৃণমূল পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি কর্তৃক আয়োজিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের ন্যাশনাল সিনেটের সদস্য এ্যাডঃ দেবদাস সরকার, এম এ মুঈদ হোসেন খান আরিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম তাহের উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রউফ খান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ভঞ্জ, সমাজ সেবা ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ রেদোয়ান হোসেন, যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান, যুগ্ম শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ আবুল হোসেন, আনোয়ার কে মোরশেদ, কিশোরগঞ্জ ৪ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ ফকির আবদুল মুজিদ, মোঃ মাহফুজুর রহমান, ঢাকা মহানগর উত্তর কমিটির আহবায়ক মোঃ আলমগীর হোসেন ও সদস্য সচিব ভোলা ০২ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোয়ন প্রার্থী জনাব হাসান শেঠ, রংপুর মহানগর কমিটির আহবায়ক মোঃ হাসান আলী, সিলেটের গোয়াইনঘাট উপজেলা কমিটিরগুডমেখলং মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে কর্মসূচি সমাপ্ত করে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
গ্রহণযোগ্য নির্বাচন কোন পথে? শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত! স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের আলোচনা সভা! রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার! নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫ জননেত্রী শেখ হাসিনা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ! রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি! নাটোরে যুবলীগের সভাপতি পদপ্রার্থী জহির শিকদার! নাটোরে গর্ভকালীন সেবা কার্ড আনতে গিয়ে প্রতারণার শিকার শতাধিক নারী! মহাসচিব এর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন জাতীয় সাংবাদিক সংস্থার রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ! রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ! গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! রাবিতে ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন! সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত! রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার! ১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব)