
ধর্ম প্রতিমন্ত্রীর এলাকায় ঢিলেঢালা অবরোধ
মাঠে নেই বিএনপি-জামায়াত, কঠোর অবস্থানে আওয়ামীলীগ



ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল, এমপি এর নির্বাচনী এলাকা জামালপুর-২, ইসলামপুর উপজেলায় অবরোধে মাঠে নেই বিএনপি-জামায়াত, কঠোর অবস্থানে আওয়ামীলীগ ও অঙ্গ -সহযোগী সংগঠন।
বিএনপি-জামায়াতের তিন দিনের (৭২ ঘণ্টা) অবরোধের ২য় দিনে ইসলামপুরে কোন প্রকার অবরোধ লক্ষ্য করা যায়নি, নামমাত্র পালিত হচ্ছে। উপজেলার সবকিছুই স্বাভাবিক রয়েছে।
অবরোধ ডেকে মাঠে দেখা যায়নি বিএনপি ও জামায়াতের কোনো নেতাকর্মী। উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ইসলামপুর থানা মোড় (বটতলা), দেনুয়ার মোড়,রেল গেইট, কলেজ মোড়,ধর্মকুড়া বাজার, মোশাররফগঞ্জ সরেজমিনে কোথাও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
স্কুল,কলেজ,মাদ্রাসা,ব্যাংক-বিমা প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল ছিল প্রতিদিনের মতো। বাজারঘাট ও দোকানপাট ছিল খোলা স্বাভাবিক। কাঁচাবাজারসহ সব ধরনের পণ্যের বেচাকেনা ছিল নিত্যদিনের মতো।উপজেলায় অবরোধের কোনো ছাপ দেখা যায়নি। স্কুল-কলেজ, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিলো। কোথাও কোনো অঘটন ও অপ্রীতিকর সংবাদ শোনা যায়নি।
সকল সরকারী-বেসরকারী অফিসে স্বাভাবিক কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। সতর্ক অবস্থায় রয়েছে উপজেলার আইনশৃঙ্খলা বাহিনী। সংবাদকর্মী লিয়াকত হোসেন লায়ন জানান, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে কোনো প্রভাব পড়েনি উপজেলায় ও
নিত্যকার মতোই সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
উপজেলার বাসিন্দা মুক্তিযোদ্ধার সন্তান আলাল বলেন, ধর্ম প্রতিমন্ত্রীর এলাকায় কোনো অবরোধ পালিত হতে দেখা যায়নি। রাস্তায় বিএনপি-জামায়াতের নেতাকর্মী নেই।
তবে সবার মধ্যেই একটি চিন্তার ছাপ লক্ষ্য করা গেছে।
সিএনজি চালক হীরা বলেন, অবরোধের জন্য কোন সমস্যা নেই, স্বাভাবিকভাবেই জেলা সদরে যাতায়াত করতেছি।
অটোরিকশা চালক রুবেল বলেন, কোন সমস্যা নেই অবরোধের নামে, অন্যান্য দিনের মতোই আমি ভাড়া মারতেছি।
হরতাল-অবরোধের নামে জ্বালাও, পোড়াও, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও মানুষ হত্যার প্রতিবাদে আজ বিকেল তিনটায় বটতলা চত্ত্বরে কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, মহিলা যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এসময়ে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ কর্মসূচির প্রতিবাদে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয়।
অবরোধ কর্মসূচীতে বিএনপির কোন কার্যক্রম চোখে পড়েনি এবিষয়ে জানতে মোবাইলে যোগাযোগ করলে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নবাব বলেন, মাঠে লোক আছে, গ্রেফতার এড়িয়ে চলতে হবে এবং কর্মসূচিও এগিয়ে নিতে হবে। আমরা মাঠে আছি ও থাকবো।
অবরোধের প্রতিবাদে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুস সালাম বলেন, হরতাল -অবরোধের নামে ইসলামপুরে কোন ধ্বংসাত্মক কাজ করতে দেওয়া হবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সেটার ধারাবাহিকতা বজায় রাখতে দেশ ও জাতিকে রক্ষার্থে এবং মানুষের জানমালের নিরাপত্তা দিতে রাজপথে আওয়ামীলীগ বিগত দিনেও ছিলো, বর্তমানে আছে ও ভবিষ্যতেও থাকবে।
ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার জানান, অবরোধে উপজেলায় যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের টহল চলমান রয়েছে। যেকোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
