ধোনিকে পেতে নিজের পায়জামা বেচতে প্রস্তুত ছিলেন শাহরুখ


আইপিএলের অন্যতম সেরা দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান প্রাণপণে চেয়েছিলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি খেলুক তার দলের হয়ে। ধোনিকে নিলামে কেনার জন্য মরিয়া ছিলেন তিনি। ধোনিকে দলে নেওয়ার জন্য নিজের পায়জামা পর্যন্ত বিক্রি করতে প্রস্তুত ছিলেন কিং খান।
বেটিং কেলেঙ্কারির জন্য দুই বছর আইপিএলে নিষিদ্ধ ছিল চেন্নাই। ২০১৬ ও ২০১৭ সালে পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেন ধোনি। ২০১৮ সালে চেন্নাইতে ফেরার আগে যে নিলাম হয়েছিল সেই সময়ই সুযোগ পেলে ধোনিকে নেওয়ার জন্য মরিয়া হয়েছিলেন কেকেআর মালিক। তখন ধোনিকে নিয়ে এক সংবাদমাধ্যমকে কিং খান বলেছিলেন ,আরে বন্ধু আমি তো ওকে আমার পাজামা বিক্রি করেও কিনে নেব। ও নিলামে তো আসুক। সত্যিই শাহরুখ খান মনে প্রাণে চেয়েছিলেন ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক কেকেআর জার্সি গায়ে জড়াক। ধোনি ২০১৮ সালে চেন্নাইতে ফিরে সেই বছরই চেন্নাইকে আইপিএল খেতাব এনে দেন।
অধিনায়ক হিসেবে ধোনির পারফরমেন্স শুরু থেকেই ছিল দুর্দান্ত। দুবাইতে আইপিএল ২০২১ এর ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থবারের জন্য চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ধোনি। ২০২২ সালে আইপিএলের জন্যও ধোনিকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। ফলে আইপিএলে আরও একবছর হলুদ বাহিনীকে নেতৃত্ব দেবেন দুই আইসিসি বিশ্বকাপ ও এক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক। এ থেকেই বুঝা যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও আইপিএলে মহেন্দ্র সিং ধোনির মূল্য এতটুকুও কমেনি।
