নাটোরে এমপি শিমুল সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬ জন « বাংলাখবর প্রতিদিন

নাটোরে এমপি শিমুল সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬ জন

মোঃ বকুল শেখ,ক্রাইম রিপোর্টার নাটোর
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১২:০২
মোঃ বকুল শেখ,ক্রাইম রিপোর্টার নাটোর
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১২:০২
Link Copied!

নাটোরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ ৬জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে বড়হরিশপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম জানান, তিনি ও যুবলীগের জেলা সভাপতি বাশিরুর রহমান চৌধুরী এহিয়া সহ বেশ কিছু নেতা কর্মি বাস টার্মিনালে অবরোধে নাশকতা প্রতিরোধে অবস্থান নিয়ে ছিলেন।

এসময় নাটোর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর রানা ও তার সাথে কিছু নেতা কর্মি অসে। এরপর পরই রাশেদুল ইসলাম কোয়েল এবং সেলিমের নেতৃত্বে আরো কিছু নেতা কর্মি আসে। এসময় রানা ও কোয়েলের মধ্যে তর্কতর্কির এক পর্যায়ে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

বিজ্ঞাপন

এসময় তারা সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করেও ব্যর্থ হোন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে প্রেরন করেন। এদেও মধ্যে গুরুতর আহত আশিক ও জাহিদ নামে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন আমি ঢাকায় অবস্থান করছি, এটা রানা ও কোয়েলের মধ্যে ভুল বুঝাবুঝি থেকে এই ঘটনা ঘটে। আমি জানতে পারার পর পরই উভয়কে শান্ত থাকতে বলি এবং বিষয়টি মীমাংসার জন্য জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরীকে দায়িত্ব দিয়েছি।

নাটোর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ বলেন, পুলিশ সংঘর্ষেও বিষয়টি জানতে পেওে দ্রত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেন নি।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ভালুকায় নৌকার মনোনীত প্রার্থী এমপি ধনুকে গণ সংবর্ধনা সিরাজগঞ্জ-৫ আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিলেন জেলা আ’লীগ সভাপতি আউয়াল নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করা উচিত দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নাটোর-৪ আসনে নৌকার মাঝি হলেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী চার সংস্থার সঙ্গে পুলিশের মতের অমিল অনেকটা প্রকাশ্যে