
নাটোরে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


ঝটিকা মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে নাটোর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের তেবাড়িয়া এলাকায় ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হুগোলবাড়িয়া গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। আন্দোলনের মাধ্যমে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতন, হয়রানি করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায় বর্তমান সরকার। সেই সাথে সুচিকিৎসার ব্যবস্থা না করে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগ। অবিলম্বে দেশনেত্রীর মুক্তিসহ বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নইলে আগামীতে কঠোর আন্দোলন করা হবে।
এসময় উপস্থিত ছিলেনজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, বিএনপি নেতা সানোয়ার হোসেন তুষার,সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুলসহ প্রমুখ।