নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, পরীক্ষা বর্জন « বাংলাখবর প্রতিদিন

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, পরীক্ষা বর্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৮:১৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৮:১৩
Link Copied!

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) শুক্রবার অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীরা। পরীক্ষাটির একমাত্র কেন্দ্র রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে এ ঘটনা ঘটে।

তিনটি ঘটনার পরিপ্রেক্ষিতে পরীক্ষা বর্জন করেছেন বলে বিক্ষোভরত প্রার্থীরা জানান। তারা কারণ হিসেবে উল্লেখ করেন- প্রথমত, ১০টা ২৮ মিনিটে প্রশ্ন না দিয়েই ঘোষণা দেওয়া হয়েছে ১ নম্বর প্রশ্নে এক কথায় প্রকাশ লিখতে হবে। আগে প্রশ্ন না দেখে কীভাবে বলা হলো, বোঝাই যায় প্রশ্ন ফাঁস হয়েছে।

দ্বিতীয় ঘটনা উল্লেখ করে তারা জানান, পরীক্ষা সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও পরে বলা হলো পরীক্ষা হবে ১১টায়। এই আধা ঘণ্টা বিলম্ব তাহলে কাদের জন্য?

বিজ্ঞাপন

তৃতীয় ঘটনা উল্লেখ করে তারা বলেন, প্রবেশপত্রে উল্লিখিত নিয়মানুযায়ী ১০টার মধ্যে হলে প্রবেশের কথা থাকলেও সাড়ে ১০টার অনেক পরেও পরীক্ষা দিতে এসেছেন অনেকেই। প্রশ্ন কি থেকে যায় না, তারা কীভাবে জানলেন পরীক্ষা ১১টায় শুরু হবে?

তাই আমরা সম্মিলিতভাবে এমন প্রশ্ন ফাঁসের পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছি। আমাদের বিক্ষোভের মুখে পড়ে পরীক্ষাটি আর অনুষ্ঠিত হয়নি।

সার্বিক বিষয়ে জানতে বিজেআরআই মহাপরিচালক কৃষিবিদ ড. আইয়ুব খানের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিশেষ কারণে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি।

বিজ্ঞাপন

পরীক্ষা সাড়ে ১০টার জায়গায় ১১টায় অনুষ্ঠিত করার বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক জানান, এ বিষয়ে আপনাকে পরে জানাব।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
শওকত শিকদারের গাড়ীতে সন্ত্রাসী হামলা মধুপুরে জমি নিয়ে বিরোধে মধ্যযুগীয় কায়দায় প্রতিপক্ষের উপর বর্বর নির্যাতন এমপি প্রার্থীদের নিকট ১৪ দফা দাবির লিফলেট প্রদান করবে সাংবাদিকরা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠিত মোটরসাইকেল দুর্ঘটনায় কেড়ে নিলো দুই তরুণের প্রাণ অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ভালুকায় নৌকার মনোনীত প্রার্থী এমপি ধনুকে গণ সংবর্ধনা সিরাজগঞ্জ-৫ আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম