পরিণাম ভালো হবে না পেটে লাথি দেওয়ার চেষ্টা করলে « বাংলাখবর প্রতিদিন

পরিণাম ভালো হবে না পেটে লাথি দেওয়ার চেষ্টা করলে

ইমরান, মহানগর প্রতিনিধি-ঢাকা
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৩ | ১২:৩৮
ইমরান, মহানগর প্রতিনিধি-ঢাকা
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৩ | ১২:৩৮
Link Copied!
পরিবহন শ্রমিকদের মিছিল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

হরতাল অবরোধ না দিয়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছেন বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক নেতারা। তাদের দাবি, পরিবহন শ্রমিকরা তাদের চাকরি হারানোর ঝুঁকিতে আছে। এভাবে হরতাল-অবরোধ চলতে থাকলে মালিকপক্ষ বসিয়ে রেখে শ্রমিকদের বেতন দেবে না। যার কারণে ভয়াবহ সমস্যায় পড়বে দেশের হাজারো পরিবহন শ্রমিক ও তাদের পরিবার।

১ নভেম্বর (বুধবার) বেলা ১০টায় মহাখালী বাস টার্মিনালের হরতাল-অবরোধবিরোধী মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা এসব কথা বলেন।

ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইউসুফ আলী মৃদা বলেন, আমাদের শ্রমিক ভাইয়েরা অনেক কষ্টে আছে। কোনো হরতাল-অবরোধ হানাহানি চাই না। আমরা চাই আলোচনা বা অন্য কোনো প্রক্রিয়ায় আপনাদের রাজনৈতিক বিষয় মীমাংসা করুন। না হলে সামনের দিনে আরো ভয়াবহ অবস্থা তৈরি হবে। আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নই। আমরা সাধারণ মানুষ। আমরা শান্তি চাই।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমরা কোনো হরতাল-অবরোধ মানব না। আমাদের গাড়ি চলছে, এমনকি সামনের দিনেও চলবে। বাস বন্ধ রাখলে আমাদের পেট চলবে না। শত শত শ্রমিক এবং তাদের পরিবার না খেয়ে থাকবে। দয়া করে আমাদের এই পরিস্থিতির মুখোমুখি করবেন না।

ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জামাল মিয়া বলেন, আমরা এপারের যাত্রী ওপারে নিয়ে যাই, ওই পাড়ের যাত্রী এপারে নিয়ে আসি। এভাবেই আমাদের পেট চলে। এখন যদি কেউ আমাদের পেটে লাথি দেওয়ার চেষ্টা করে, এর পরিণাম ভালো হবে না।

তিনি আরও বলেন, আমাদের শ্রমিকরা অনেক পরিশ্রম করে। অন্যান্য অফিস-আদালতে নির্ধারিত ৮ ঘণ্টা ডিউটি। আমাদের চালক শ্রমিকরা ২৪ ঘণ্টাই সড়কে থাকে। এখানে ঘুম-আরামের জায়গা নেই, বাসে বসেই খায় এবং বাসেই একটু ঘুমায়। পরিবার আত্মীয়-স্বজন রেখে সাধারণ মানুষের পরিবহন সেবায় তারা তাদের সারাটা জীবন সড়কে কাটিয়ে দেয়। অনুগ্রহপূর্বক কর্মসূচি দেওয়ার আগে তাদের কথা চিন্তা করবেন।

বিজ্ঞাপন

মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. মোতালেব, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জামাল মিয়া, প্রচার সম্পাদক মো. সুমন মিয়াসহ আরও অনেকে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ভালুকায় নৌকার মনোনীত প্রার্থী এমপি ধনুকে গণ সংবর্ধনা সিরাজগঞ্জ-৫ আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিলেন জেলা আ’লীগ সভাপতি আউয়াল নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করা উচিত দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নাটোর-৪ আসনে নৌকার মাঝি হলেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী চার সংস্থার সঙ্গে পুলিশের মতের অমিল অনেকটা প্রকাশ্যে