
পিরোজপুরে মোহনা টিভির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন



রিপোর্ট: বিকাশ হাওলাদার
পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মোহনা টিভির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ১২ টায় পিরোজপুরের ভান্ডারিয়া প্রেস ক্লাব মিলনায়তনে ১৩ তম বর্ষ পেরিয়ে ১৪ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মোহনা টেলিভিশনের প্রতিনিধি এস এম জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ খসরু, ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগের সভাপতি ও কাউন্সিলর এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার।
উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি, রিয়াজ মাহমুদ মিঠু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার, পিরোজপুর জেলা মোহনা টেলিভিশন প্রতিনিধি মোঃ নুর উদ্দিন শেখ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ ।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আগত অতিথিরা মোহনা টিভিকে স্বাধুবাদ জানিয়ে সার্বিক মঙ্গল কামনা করেন, এবং মোহনা টেলিভিশনের উত্তর উত্তর সফলতা কামনা করেন।
