
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ!



প্রধানমন্ত্রীকে খুন ও কবরস্থ করার হুমকির প্রতিবাদে এক প্রতবাদ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। সোমবার (২২ মে) দুপুর সাড়ে ১২ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদকে গ্রেফতার করতে হবে। এ সময়ের মধ্যে গ্রেফতার না হলে ক্যাম্পাসে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
এসময় ক্যাম্পাসে জামায়েত-শিবির এবং ছাত্রদলকেও প্রতিহত করার ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি।
সমাবেশে সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন। এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, উপ-ধর্মবিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম দুর্জয়সহ বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা।
এর আগে ১৯ মে (শুক্রবার) রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে প্রধানমন্ত্রীকে হুমকি দেন চাঁদ।
এসময় তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’
