ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৭

Link Copied!

ফিলিপাইনে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাণ বাঁচাতে ফেরি থেকে অনেকে লাফ দেয়। এতেও অনেকে প্রাণ রক্ষা করতে পারেনি। কপক্ষে ৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া ১২০ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা। সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ মে) ভোরে ফেরিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফেরিটিতে ১৩৪ যাত্রী ছিল। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোস্টগার্ডের মুখপাত্র আমান্ডো বালিলো। তিনি জানান, এখন পর্যন্ত আরও সাতজন নিখোঁজ রয়েছেন। নৌযানটির ধারণক্ষমতা ছিল ১৮৬ জনের
