
বরগুনা বেতাগীতে কমিউনিটি পুলিশিংডে পালিত।



সাড়া দেশের ন্যায় বরগুনা জেলার বেতাগীতে উদযাপন হলো কমিউনিটি পুলিশিংডে ২০২২। ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’এই শ্লোগানকে ২৯ অক্টোবর ২০২২ শনিবার বেতাগী থানা পুলিশ এর আয়োজন করে।
এ দিবস উপলক্ষে পৌর শহরে সকাল ১০টায় এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বেতাগী থানা অডিটোরিয়ামে অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম হাওলাদারের নের্তৃত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়াম্যান মাহমুদা খানম, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, মুক্তিযোদ্ধা মো. মোতালেব সিকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাদিছুর রহমান পান্না।
আলোচনা সভায় বক্তারা কমিউনিটি পুলিশের কার্যাবলী ও তাদের দায়িত্ব কর্তব্য বিষয়ে আলোচনা হয়, বেতাগী উপজেলায় মাদক নির্মূলে সকলের সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারন মানুষকেও এগিয়ে আসার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বেতাগী পৌরসভার কাউন্সিলর ও মহিলা কাউন্সির গন। উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগন এবং কমিউনিটি পুলিশের সদস্যরা । আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব বেতাগী উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেতাগী প্রেস ক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক।
