বহু প্রতীক্ষার পর ১১ সদস্য বিশিষ্ট ঢাকা প্রেসক্লাবের কমিটির অনুমোদন « বাংলাখবর প্রতিদিন

বহু প্রতীক্ষার পর ১১ সদস্য বিশিষ্ট ঢাকা প্রেসক্লাবের কমিটির অনুমোদন

মোঃ হাসানুজ্জামান স্টাফ রিপোটার
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১:২৬
মোঃ হাসানুজ্জামান স্টাফ রিপোটার
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১:২৬
Link Copied!
ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত দায়িত্বশীলবৃন্দ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সাংবাদিক ও গণমাধ্যমের প্রাণের সংগঠন বলা হয় প্রেসক্লাবকে। বিশেষ করে সেটা যদি হয় রাজধানীর বুকে “ঢাকা প্রেসক্লাব।” এই “ঢাকা প্রেসক্লাব” অনেক চড়াই উৎরাই পার হয়ে আজ ৩৬ বছরে পদার্পন করেছে। রাজধানীতে কয়েকটি অপ সাংবাদিক গ্রুপ এই ঢাকা প্রেসক্লাবের নামে সমাজসেবা অফিস সহ বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়ে ফায়দা লোটার চেষ্টা করে। কিন্তু সমাজসেবায় কর্মরত কর্মকর্তারা তদন্তের মাধ্যমে সত্যটা বের করে, গত ৩১-০৮-২০২৩ তারিখে প্রেসক্লাবের নতুন ১১ সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা সমাজ সেবা কার্যালয়, ঢাকা কর্তৃক উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
যার স্মারক নং- ৪১.০১.২৬.০০০২৮.৫১৩.৪৭, ১৪০৮।
উক্ত কমিটির সভাপতি-দীপংকর গৌতম ও সাধারণ সম্পাদক-সাদেক মুহাম্মদ (পাভেল)।

একনজরে সকল পদের দায়িত্বশীলবৃন্দ হলেন:

বিজ্ঞাপন

দীপংকর গৌতম-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এম এ সেলিম-সহ-সভাপতি, মঞ্জুর হোসেন মজুমদার-সহ সভাপতি, সাদেক মাহমুদ (পাভেল)-সাধারণ সম্পাদক, মোঃ আওলাদ হোসেন-যুগ্ম সম্পাদক, মোহাম্মদ মাসুদ -অর্থ সম্পাদক, বাপ্পাদিত্য বসু-প্রচার ও গবেষনা সম্পাদক, মোঃ মাইনুল ইসলাম-দপ্তর সম্পাদক, আলাউদ্দিন আহমেদ-সমাজকল্যান, ত্রান ও পুর্নবাসন সম্পাদক, নাজমুল আহম্মেদ তৌফিক-সাংগঠনিক সম্পাদক, মোঃ মাহবুবুর রহমান (পলাশ)-নির্বাহী সদস্য।

এযাবতকালে ঢাকা প্রেসক্লাবের নামে অনেকে অনেক যায়গায় বহু ছলচাতুরী ও জালিয়াতির অপচেষ্টা করেছে। অবশ্য ঢাকাসহ সারাদেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো নামে-বেনামে বহু প্রেসক্লাব গড়ে উঠেছে। তবে ঢাকা প্রেসক্লাবের এবারের এই কমিটির অনুমোদনের মাধ্যমে সকল ধরনের ছলচাতুরীর অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
অবহেলিত উর্মী অধিকার বঞ্চিত ষড়যন্ত্রের শিকার আইন বলছে: পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হলে ধর্ষণ নয়: এলাহাবাদ হাইকোর্ট পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা বর্তমান প্রেক্ষাপটে সুস্থ নির্বাচনের ক্ষেত্রে করণীয় শীর্ষক আলোচনা সভা নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনপূর্ব বাহাউদ্দীন নাসিমের পথসভা রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে সেফটি ট্যাংকে নেমে নিহত-২, আহত-১ কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার শেষ দিন দাউদকান্দিতে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার শেষ দিন আজ শিক্ষার নামে কিন্ডারগার্টেন জটিলতার শেষ কোথায় ? সম্পন্ন হলো বাংলাদেশ-হাঙ্গেরির মধ্যে তিন চুক্তি নড়াইল ২ আসনের নির্বাচনী বৈষম্যতা ঘনীভূত রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা রায়পু‌রে ০৩ দিন ব্যা‌পী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনু‌ষ্ঠিত খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত করছে সরকার : মির্জা ফখরুল