
বিএনপির ৫ বছরে ৫ দিনও ঘরে থাকতে পারিনি : কাদের



বিএনপি আমলে আওয়ামী লীগ নেতাদের ওপর নির্যাতনের ইতিহাস তুলে ধরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পাঁচ বছরে আমি পাঁচদিনও ঘরে থাকতে পারিনি। আমাদের প্রত্যেক নেতাকে বেধড়ক পেটানো হয়েছে। এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থেকে শুরু করে সব নেতা ঘরে থাকেন। অথচ তখন আমরা একটা লোকও ঘরে থাকতে পারিনি।
ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে আদালত জাদুঘরে পাঠিয়েছে। সেই তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপি লাফালাফি-বাড়াবাড়ি করছে। তারা না কি আগামী ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে বিজয় মিছিল করবে। তার মানে লাঠিসোটা নিয়ে নামবে। এসব বাড়াবাড়ির বিরুদ্ধে খেলা হবে। কোনো ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, সারা দুনিয়ার মানুষ দুর্ভোগে আছে। এরজন্য কি আমরা দায়ী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার সাফার করছি আমরা গরিব দেশগুলো। পৃথিবীর অন্য দেশে এজন্য কেউ সরকারকে দায়ী করছে না। সোমালিয়ায় দুর্ভিক্ষে প্রতি ৩৬ সেকেন্ডে একজন মারা যাচ্ছে। সেখানে কেউ সরকার পতনের দাবি করেনি।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার এদেশে সবচেয়ে জননন্দিত সরকার। ৭৫ পরবর্তীকালে শেখ হাসিনা সবচেয়ে সৎ প্রধানমন্ত্রী। তিনি করোনা মোকাবিলা করেছেন, বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছেন। যা উন্নত দেশও দিতে পারেনি।
