
বীরমুক্তিযোদ্ধা সেলিম’র নামে নিউ গভঃ ডিগ্রী কলেজ অডিটোরিয়াম’র নামকরণের দাবী জাসদের!



স্বাধীনতা সংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক, কবি, বাংলাদেশ বেতারের গীতিকার, স্বাধীনতা উত্তরকালীন রাজশাহী শহর শাখা জাসদ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাহিত্য সম্পাদক এবং রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের প্রাক্তন ছাত্র রফিক উদ্দিন আহমেদ সেলিম’র নামে নিউ গভঃ ডিগ্রী কলেজ অডিটোরিয়ামের নামকরন করতে হবে।
রফিক উদ্দিন আহমেদ সেলিমের সতীর্থ, রাজশাহী শহরের তাঁর সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা গনের ও রাজশাহী মহানগর জাসদের পক্ষ থেকে সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের প্রাক্তন ছাত্র রফিক উদ্দিন আহমেদ সেলিম এর নামে নিউ গভঃ ডিগ্রী কলেজ অডিটোরিয়ামের নামকরন দাবী করেন।
নেতৃবৃন্দ বিষয়টি বিবেচনায় নিয়ে অবিলম্বে বাস্তবায়নের জন্য কলেজ কতৃপক্ষ ও সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবী জানান।
