
বেলকুচিতে দুই বিএনপি নেতা কারাগারে



সিরাজগঞ্জের বেলকুচিতে ২ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৫ম দফায় ৪৮ ঘন্টার সড়ক, নৌ,এবং রেলপথ অবরোধের প্রথম দিন বুধবার (১৫ নভেম্বর)বিকেলে, বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতীতে একটি সামাজিক অনুষ্ঠান থেকে ঐ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, বেলকুচি উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।
গ্রেপ্তারকৃত নেতারা হলেন, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, ভিপি মোখলেসুর রহমান, বেলকুচি কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি ও বেলকুচি পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, আলহাজ্ব মোহাম্মদ আলী ভূঁইয়া।
এ ব্যাপারে জানতে চাইলে বেলকুচি থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মাদ আনিছুর রহমান জানান, নাশকতার মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, বৃহস্পতিবার(১৬ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
