বেলকুচিতে প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি! « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি!

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ১২:০৩ 70 ভিউ
রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ১২:০৩ 70 ভিউ
Link Copied!
বেলকুচিতে প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের বেলকুচিতে সাংবাদিক উজ্জ্বল কুমারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ ডিসেম্বর শনিবার দুপুরে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

উজ্জ্বল কুমার বেলকুচি প্রেসক্লাবের সদস্য এবং স্যাটালাইট টেলিভিশন ৭১ টিভির বেলকুচির সংবাদ সংগ্রাহক ও দৈনিক আমার সংবাদ পত্রিকা ও অনলাইন সময়ের কন্ঠস্বরের বেলকুচি উপজেলা প্রতিনিধি। তিনি বলেন, আমাদের বসত বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আক্কাশ আলী শেখ ও খালেক শেখের সাথে বিরোধ চলে আসছিল।

প্রায় ৩/৫ মাস পূর্বে বেলকুচি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলম প্রামাণিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বসে জায়গা মাপজড়িপ করে দুই পক্ষকে বুঝিয়ে দিয়ে স্বাক্ষর নেয় দুই পক্ষের। সেখানে আক্কাজ আলী শেখ ও খালেক শেখের তাঁত ঘর ও দোকানের মধ্যে আমাদের জায়গা চলে গেলে তিন মাস সময় নেয় সেই জায়গা খালি করে দেওয়ার জন্য। এরপর আমার বাবা প্রায় দেড় মাস আগে মারা যায় এই তখন আমাদের পারিবারের সবাই শোকাবহ থাকায় বাবার মৃত্যুর পরের দিন আবার জোরপূর্বক আমাদের জায়গার উপরে ঘর তোলার উদ্দোগে বাঁধা দিলেও কোন কথা না শুনে কাজ করতে থাকে। যেখানে তিন মাস পরে ঘর সরিয়ে দেওয়ার কথা সেখানে আবার আজকে ৩ রা ডিসেম্বর শনিবার সকালে জোরপূর্বক কাজ শুরু করলে আমরা বাঁধা দিলে সকলের সামনে প্রকাশ্য দিবালোকে অকর্থ্য ভাষায় গালিগালাজ ও প্রাননাশের হুমকি দেয় আক্কাজ আলী শেখের মেজো ছেলে নূর ইসলাম। তিনি তখন বলেন তোকে মারার জন্য ৫ লক্ষ টাকা দিয়েছি। তুই তাই সাংবাদিক কি করতে পারবি করিস। এর পর সকালেই জীবনের নিরাপত্তা চেয়ে আমি জিডি করি।

বিজ্ঞাপন

এ বিষয়টি নিয়ে আক্কাজ আলী শেখ বলেন, আগের বার গ্রামের মাতব্বরদের দুইবার জমির মাপজরিপ ভুল ছিলো তাই গত সপ্তাহে আমার ভাই কাউন্সিলর আলম প্রামাণিক এসে মেপে দিয়ে গেছে এখন এটাই সঠিক মাপ। তাই আমি এখনে কাজ করবো। কেউ বাধা দিলে খুনা খুনি করে ফেলবো।

এ বিষয়ে জানতে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলম প্রামানিককে ফোন করলে তিনি বলেন, আমি এলাকার বাইরে এসেছি এখন ফোনে কোন কথা বলতে পারবোনা।

জিডির বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজমিলুর রহমান বলেন, আমার কাছে একটা অভিযোগ এসেছে। অভিযোগটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
গ্রহণযোগ্য নির্বাচন কোন পথে? শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত! স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের আলোচনা সভা! রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার! নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫ জননেত্রী শেখ হাসিনা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ! রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি! নাটোরে যুবলীগের সভাপতি পদপ্রার্থী জহির শিকদার! নাটোরে গর্ভকালীন সেবা কার্ড আনতে গিয়ে প্রতারণার শিকার শতাধিক নারী! মহাসচিব এর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন জাতীয় সাংবাদিক সংস্থার রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ! রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ! গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! রাবিতে ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন! সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত! রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার! ১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব)