
ভারতের মাটিতেই ভারতের দম্ভ চুর্ণ
ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার



রিপোর্ট: আবরার আলম নাবিল
বিশ্বকাপের পুরো আসর জুরে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতের ব্যাটসম্যানরা। অধিকাংশ ম্যাচেই টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ই ভারতের জয়ের জন্য যথেষ্ট ছিল। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে খুব একটা পরীক্ষা দিতেই হয়নি ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যানদের।
বিশ্বকাপের মঞ্চে অপরাজিত হিসেবে ফাইনাল ম্যাচ খেলা একমাত্র দল ভারত। কিন্তু ফাইনালে এসেই যেন হোঁচট খেতে হলো টিম ইন্ডিয়াকে। অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স বোধয় আজ মাঠেই নেমেছিল স্বাগতিকদের প্রায় দেড় লাখ দর্শককে চুপ করিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে।
আর তাদের সেই লক্ষ্য সফল করতে পেরেছেন অজি বোলাররা। যার প্রমাণ দিলেন বিশ্বকাপ ট্রফি জিতে।
অজি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের একে একে গিল,শর্মা,আইয়ার,কোহলি, জাদেজা,রাহুল, সবাই ফিরে গেলেন প্যাভিলিয়নে। অবশেষে ৪৯ ওভার ৪ বলে ১০ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ কেবল মাত্র ২৪০ রান।
২৪১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সাত ওভারে মাত্র ৪৭ রানের ভেতর প্রথম তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া সেখান থেকে ধীরে ধরে তাদের টেনে তোলে হেড আর লাবুশেনের জুটি।
তাদের চতুর্থ উইকেট জুটিতে ওঠে ১৯২ রান, ধীরে ধীরে তারা দলকে পৌঁছে দেয় নিশ্চিত জয়ের দ্বারপ্রান্তে। যার অন্যতম নায়ক বলা যায় ট্রেভিস হেডকে।
ট্রেভিস হেডের অসাধারণ শতরান আর মার্নাস লাবুশেনের ৫৮ রানের ইনিংসের সুবাদে ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি জিতে নেয় অস্ট্রেলিয়া। হেড খেলেছেন ১২০ বলে ১৩৭ রানের দুর্ধর্ষ ম্যাচ-জেতানো ইনিংস। অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া।
