ভারতে সন্ত্রাসী বলায় মুসলিম শিক্ষার্থীর প্রতিবাদ! অধ্যাপক বরখাস্ত « বাংলাখবর প্রতিদিন

ভারতে সন্ত্রাসী বলায় মুসলিম শিক্ষার্থীর প্রতিবাদ! অধ্যাপক বরখাস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ১:৪৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ১:৪৬
Link Copied!
ভারতে সন্ত্রাসী বলায় মুসলিম শিক্ষার্থীর প্রতিবাদ! অধ্যাপক বরখাস্ত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারতের কর্ণাটক রাজ্যের এক মুসলিম শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলেন অধ্যাপক। শিক্ষকের এমন আক্রমণাত্মক কথার জবাব দেন সেই ছাত্র। ছাত্র-শিক্ষকের সেই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই শিক্ষককে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মানিপাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে অধ্যাপক ওই শিক্ষার্থীর নাম জিজ্ঞাসা করেন। শিক্ষার্থীর মুসলিম নাম শোনার পর অধ্যাপক ছাত্রকে তিরস্কারের সুরে বলেন, ওহ তুমি কাসাবের মতো! এর মাধ্যমে অধ্যাপক মূলত ওই শিক্ষার্থীকে মুম্বাইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলায় ধরা পড়া একমাত্র পাকিস্তানি সন্ত্রাসী আজমল কাসাবের সঙ্গে তুলনা করেন। কাসাবকে ২০১২ সালে মৃত্যুদণ্ড দেয়া হয়।

বরখাস্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভরা শ্রেণিকক্ষে একজন শিক্ষার্থীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছেন। তবে শিক্ষকের এই মন্তব্য এবং তার বরখাস্তের থেকেও বড় হয়ে উঠেছে, ওই ছাত্রের প্রতিবাদী মানসিকতা।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষকের মন্তব্যের প্রতিক্রিয়ায় ওই ছাত্র বলছেন, মুম্বাই হামলার ঘটনা মজার ব্যাপার নয়। একজন মুসলমান হিসেবে প্রতিদিন এভাবে হেনস্থার শিকার হওয়াও মজার বিষয় নয়, স্যার। ছাত্রের কাছ থেকে এমন বলিষ্ঠ জবাব পাওয়ার পর শিক্ষক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে বলেন, ‘আমি তো তোমাকে নিজের ছেলের মতোই দেখি।’

তখন শিক্ষককে পাল্টা প্রশ্ন করেন, আপনি কী আপনার সন্তানকে একজন সন্ত্রাসবাদীর সঙ্গে তুলনা করেন? তখন কোনো উত্তর দিতে পারেননি ওই শিক্ষক। শিক্ষার্থীর কাছে তার ওই মন্তব্যের জন্য নিঃস্বার্থ ক্ষমা চান। তাতেও চাকরি বাঁচাতে পারেননি তিনি।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষকের এমন অসংবেদনশীল মন্তব্যে শিক্ষার্থীর মনে গভীর ক্ষত তৈরি হয়েছে। কলেজের পক্ষ থেকে ওই ছাত্রকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
আমাকে মনে রাখবেন, ভুলে যাবেন না: তামিম ইকবাল দুই প্রকল্পেই খরচ বাড়ল সাড়ে ১১০০ কোটি টাকা তিতাসে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নিজ ভূমি পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি দিনভর নাটক শেষে বিশ্বকাপ টিম গঠন তামিমকে ছাড়াই ! হোমনায় মাদ্রাসা ছাত্রকে ইস্ত্রী মেশিন গরম করে ছ্যাকা দিয়ে নির্যাতন সখীপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধি করণে মাঠ দিবস অনুষ্ঠিত এবার পরীমণির অশ্লীল ওয়েব ফিল্ম বন্ধে আইনি নোটিশ এবার ঢাকা আসছেন ভিসাবিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী অবহেলিত উর্মী অধিকার বঞ্চিত ষড়যন্ত্রের শিকার আইন বলছে: পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হলে ধর্ষণ নয়: এলাহাবাদ হাইকোর্ট পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা বর্তমান প্রেক্ষাপটে সুস্থ নির্বাচনের ক্ষেত্রে করণীয় শীর্ষক আলোচনা সভা নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনপূর্ব বাহাউদ্দীন নাসিমের পথসভা রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে সেফটি ট্যাংকে নেমে নিহত-২, আহত-১