
মতিহারে দোকান ভাংচুর, লুটপাট ও প্রান নাশের হুমকী- থানায় অভিযোগ



মোঃ মেহেদী হাসান রাজশাহী মহানগর প্রতিনিধিঃ রাজশাহী মহানগরে মতিহারে বুধপাড়ায় নজিরের মোড়ে মৃত মোঃ হাবলুর ছেলে মোঃ মুংলা (৫০) এর দোকান ভাংচুর টাকা লুট- পাটের ঘটনা ঘটে।
এ নিয়ে মোঃ মুংলা বাদী হয়ে ৩০.০৬.২০২২ ইং তারিখে ০১ জনসহ অজ্ঞাত নামা আরও ০৫ জনকে বিবাদী করে নগরীর মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে লেখা হয় যে, বিবাদী ১। মোঃ রুমি (২৫), পিতা – মকবুল, গ্রাম – বুধপাড়া, থানা- মতিহার, জেলা- রাজশাহী সহ অজ্ঞাত নামা আরও ৫ জন ২৯ জুন দিবাগত রাত আনুমানিক ১২.৩০ ঘটিকায় ১ নং বিবাদী মোঃ রুমি (২৫) হটাৎ বাদীর দোকানে এসে বিভিন্ন রকম মালা- মাল বাকিতে ক্রয় করতে চায়।
তখন বাদী বাকিতে মালা-মাল বিক্রয় করতে অস্বীকার করিলে ১নং বিবাদী মোঃ রুমি বাদীর প্রতি রাগান্বিত এবং চড়াও হয়। এক পর্যায়ে বাদীর সাথে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। বাদী বলেন তিনি বয়স্ক মানুষ উনি তাদের সাথে পেরে উঠতে পারেন নাই।
পরিশেষে কথা কাটাকাটির এক পর্যায়ে ১নং বিবাদী মোঃ রুমি তার পকেটে থাকা একটি ৮ ইঞ্চির বার্মিজ চাকু ( টিপ চাকু) নিয়ে বাদীকে আঘাত করতে আসিলে বাদী ভয়ে মোঃ রুমি কে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু মোঃ রুমির সাথে থাকা আরো ৫ জন ব্যক্তি বাদীর দিকে তেড়ে এসে কিল-ঘুসি মারতে থাকে এবং বাদীর জামা ছিড়ে দেয় এবং বাদীর দোকান থেকে ৫,০০০ টাকার মালা- মাল সহ দোকান এ থাকা নগদ ১৫,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসিলে ১নং বিবাদী সহ আরও ৫ জন আমাকে প্রান নাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্বাক্ষী হিসেবে ভুক্তভোগী মোঃ মুংলার পক্ষে একাধিক ব্যক্তি স্বাক্ষী দিতে উদ্যত হয়েছেন। স্বাক্ষী গন হলেন ১। দুলালী (৫০) পিতা – কাশেম, ২ন। মোঃ বাবু (৩০) পিতা- অজ্ঞাত, ৩। শরিফুল (৫২) পিতা – অজ্ঞাত, ৪। মোস্তফা (৩৩) পিতা- নাজির সর্ব ঠিকানা – ধরমপুর, থানা- মতিহারগন স্বাক্ষী দিতে প্রস্তুত আছেন।
সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন এর সাথে কথা বললে তারা এই দোকান ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই বিষয়ে মোবাইল ফোনে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে জানালে তিনি বলেন সকাল ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি আমি তদন্ত করে দেখছি এবং আসল অপরাধীদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
